নিজস্ব প্রতিনিধি :
ফেনীর আদালত আঙ্গিনায় কোর্ট মসজিদের দ্বিতীয় তলার নির্মান কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে সদর আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী প্রধান অতিথি থেকে ফলক উম্মোচনের মধ্য দিয়ে উদ্বোধন করেন।
এসময় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ ওসমান হায়দার, অতিরিক্ত জেলা ও দায়রা জজ সৈয়দ মো: কায়সার মোশাররফ ইউসুফ, পাবলিক প্রসিকিউটর ও জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি হাফেজ আহম্মদ, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, আইনজীবী সমিতির সভাপতি নুর ইসলাম, জিপি প্রিয়রঞ্জন দত্ত, সমিতির সাবেক সভাপতি আবুল কাশেম, মোহাম্মদ ইব্রাহিম, মীর হোসেন, জাকির হোসেন, আনোয়ারুল করিম ফারুক, ফরিদ আহম্মদ হাজারী প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে সমিতি ভবনে আইনজীবীদের সাথে মতবিনিময় করেন নিজাম হাজারী। সমিতির সাধারন সম্পাদক মোহাং গিয়াস উদ্দিন ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য এম. শাহজাহান সাজু সভা সঞ্চালনা করেন। এমপি নিজাম হাজারী তার বক্তব্যে আইনজীবীদের উন্নয়নে পাশে রয়েছেন জানিয়ে মসজিদের নির্মান কাজের জন্য ১০ লাখ টাকা অনুদান প্রদানের ঘোষণা দেন।