fenirshomoy logo black

সময় ডেস্ক :

ফেনী জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন বলেছেন, ক্রীড়াঙ্গনে ফেনী ন্যাশনাল কলেজের শিক্ষার্থীদের এগিয়ে নিতে সবকিছু করবে স্টার লাইন গ্রুপ। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও ছাত্রছাত্রীদের মনোযোগী হতে হবে। ক্রীড়া হচ্ছে শরীর চর্চার অন্যতম মাধ্যম। ফেনীর সালাম স্টেডিয়াম থেকে দেশ বরেণ্য ক্রিকেটার সাইফুদ্দিনের জন্ম হয়েছে। তিনি আজ জাতীয় দলে দেশের নেতৃত্ব দিচ্ছেন। আমিও ছাত্রজীবনে ফুটবলার ছিলাম। চাঁদপুর খেলতে গিয়ে ফেনী জেলার পক্ষে আমি একমাত্র গোল করে তখন দারুন প্রশংসিত হয়েছিলাম। সে সময় আমাকে দশ হাজার টাকা পুরস্কৃত করা হয়েছিল। আমি আজ ফেনী ন্যাশনাল কলেজের ফুটবলারদের মাঝে আমার অতীতকে দেখতে পাই।

রবিবার ফেনীর ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে আয়োজিত ফেনী ন্যাশনাল কলেজের উদ্যোগে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফেনী ন্যাশনাল কলেজের অধ্যক্ষ আব্দুল হালিমের সভাপতিত্বে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোস্তফা হোসেন, স্টারলাইন গ্রুপের পরিচালক মাহমুদুল হক চৌধুরী মনির, ক্রীড়া ব্যক্তিত্ব ইউসুফ খন্দকার। হেলাল পাটোয়ারীর সঞ্চালনায় এসময় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও দৈনিক স্টার লাইন পত্রিকার সহযোগী সম্পাদক জসিম মাহমুদ, মোহাম্মদ শাহজাহান, মোহাম্মদ বাদল, প্রভাষক সাইদুর রহমান, দেলোয়ার হোসেন দেলু, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের কেন্দ্রীয় নেত্রী রাবেয়া বেগম, রফিক খান প্রমুখ প্রমুখ উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা মোস্তফা হোসেন বলেন, তোমরা যে কোন দল ও মতের অনুসারী হতেই পারো; এটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। তবে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানকে শ্রদ্ধা ও সম্মানের চোখে দেখতে হবে। কেননা তিনি আমাদের একটি দেশ এনে দিয়েছেন।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ আব্দুল হালিম উপস্থিত এক ব্যক্তির দিকে লক্ষ্য করে বলেন, উনি হলেন জাতীয় মহিলা ফুটবল দলের প্রথম কোচ। তাঁর নাম দীপক চন্দ্র নাথ। তিনি ফেনীর ক্রীড়াঙ্গনের সাথে অঙ্গাঅঙ্গী ভাবে জড়িয়ে রয়েছেন। তার ধ্যান জ্ঞানই হলো ফেনীর ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করা। ফেনী ন্যাশনাল কলেজের শিক্ষার্থীদের ক্রীড়া প্রশিক্ষন দিতে প্রয়োজনে দিপক চন্দ্র নাথকে নিয়োগ দিবো। এজন্য স্টার লাইন গ্রুপ আমাদের ফেনী ন্যাশনাল কলেজকে সর্বাঙ্গিন সহযোগিতা করবেন। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

এর আগে প্রীতি ফুটবল ম্যাচে রাইজিং স্টার একাদশ কিং স্টার একাদশকে ২ গোলে হারিয়ে বিজয় অর্জন করে।

ফেনী ন্যাশনাল কলেজের রাস্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক এম. খুরশিদ আলমের সার্বিক তত্ত্বাবধানে প্রীতি ফুটবল ম্যাচটি সম্পন্ন হয়। প্রতিযোগিতায় রাইজিং একাদশের পক্ষে আল আমীনের নেতৃত্বে মাঠে ছিলেন জহিতুল, সাকিব, জয়, নকিব, ফিরোজ, শাহাদাত, রবিন, ফখরুল, ইমন, জাহিদ, মোস্তাফিজ ও রাহী। অপরদিকে কিং স্টার একাদশে জাহিদের নেতৃত্বে মাঠে ছিলেন আশিক, ইনান, মাহমুদুল, রাজু, খালেক, দিপন, মিনহাজ, প্রমিত, আরমান, আজীজ, তারিফ ও শুভ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!