নিজস্ব প্রতিনিধি :
চেয়ার-টেবিল রেখে ভাতের হোটেল তৈরি করা হয়। সেখানে খেতে বসা কিছু মানুষ। ফলে বাধ্য হয়ে সড়কের উপর মোটর সাইকেল পার্কিং করায় যানচলাচল বাধাগ্রস্ত হচ্ছে। ফেনী শহরের ট্রাংক রোডে কেন্দ্রীয় শহীদ মিনারের বিপরীতে পৌরসভার নির্ধারিত পার্কিং স্ট্যান্ডের চিত্র এটি।
সরেজমিনে দেখা গেছে, জেলা প্রাথমিক শিক্ষা অফিস সংলগ্ন দাউদপুর খালের উপর মোটর সাইকেল পার্কিং স্ট্যান্ড তৈরি করে পৌরসভা। ওই স্ট্যান্ড দখল করে মাঝখানে টিন দিয়ে ঘেরাও করে রামপুর এলাকার বাসিন্দা রাজিব নামে এক ব্যক্তি। সেখানে ভাত ও নাস্তার হোটেল তৈরি করে। ইতিপূর্বে শহরে চলাচলকারী মোটর সাইকেল আরোহীরা পার্কিং গত কদিন ধরেই সড়কের উপর মোটর সাইকেল রাখছেন। এতে করে একদিকে যেমন পথচারীদের চলাচলে ভোগান্তি হচ্ছে অন্যদিকে ব্যস্ততম ট্রাংক রোডে যানচলালে বিঘ্ন ঘটছে।
ট্রাংক রোডের একাধিক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে জানান, ট্রাংক রোডের বহুতল ভবনগুলোর কোনটিতে পার্কিং নেই। যানজট এড়াতে পৌরসভার পক্ষ থেকে পার্কিং স্ট্যান্ড করা হলেও গত কিছুদিন ধরে সেটিও বেদখল হয়ে যায়। এতে আশপাশের ব্যবসায়ীরা রাস্তার উপর মোটর সাইকেল রাখতে হয়।
পৌরসভার একটি সূত্র জানায়, পৌরসভা থেকে বারবার ডাকা হলেও দোকান মালিক সাড়া দেননি। তিনি প্রভাব বিস্তার করতে জেলা ছাত্রদলের এক নেতার প্রশ্রয়ে দোকানটি গড়ে তুলেছেন পৌরসভার লোকজনের কাছে বলে বেড়াচ্ছেন।
পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার উপপরিচালক গোলাম মো: বাতেন জানান, বিষয়টি নজরে আসার পর তাকে দোকান সরিয়ে নিতে পৌরসভার পক্ষ থেকে মৌখিকভাবে জানানো হয়েছে। পার্কিং স্ট্যান্ড অবৈধ দখলমুক্ত করতে খুব শীঘ্রই এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা হবে।