নিজস্ব প্রতিনিধি :
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফেনী সদর আসনের সংসদীয় এলাকায় কোমর বেঁধে মাঠে নামছে ক্ষমতাসীন আওয়ামীলীগ নেতাকর্মীরা। উপজেলার ১০৮টি ওয়ার্ডে দলকে চাঙ্গা রাখতে নানা কর্মসূচী দেয়া হয়েছে। কোন্দল বাদ দিয়ে সর্বত্র উন্নয়ন সহ নানা কর্মকান্ডের ব্যাপারে সরকার ও দলের বিষয়ে প্রচার করতে সর্বস্তরের নেতাকর্মীদের নির্দেশনা দেয়া হয়েছে। একইসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও ইতিবাচকভাবে তুলে ধরতে তাগিদ দেয়া হয়েছে। বৃহস্পতিবার বিকালে সদর উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদ ও কার্যকরি কমিটির সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়।
উপজেলা সভাপতি করিম উল্যাহ বি.কম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীলের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি পিপি হাফেজ আহম্মদ। এছাড়া বক্তব্য রাখেন উপদেষ্টা মাষ্টার কামাল উদ্দিন, বেলাল হোসেন মিয়াজী, সহ-সভাপতি নুরুল আমিন বাটলার, নিজাম উদ্দিন ভূঞা, যুগ্ম-সাধারণ সম্পাদক মীর হোসেন দুলাল, শ্রম সম্পাদক আজিজুল হক, সদস্য নুরুল আলম নয়ন, যুবলীগ সভাপতি নুরুল আবছার আপন ও ছাত্রলীগ সাধারণ সম্পাদক বেলাল হোসেন।
ইউনিয়ন পর্যায়ে বক্তব্য রাখেন শর্শদীর সভাপতি আবুল হাসেম, পাঁচগাছিয়ার মাহবুবুল হক লিটন, কাজিরবাগের সভাপতি কাজী বুলবুল আহমেদ সোহাগ, ধলিয়ার সভাপতি মাষ্টার জোবায়ের শাহ রিমন, ছনুয়ার সভাপতি জমির উদ্দিন ভূঞা, বালিগাঁওয়ের সভাপতি জিয়াউল হাসান চৌধুরী কায়েস, মোটবীর সাধারণ সম্পাদক হারুন উর রশিদ, ধর্মপুরের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সাকা, ফরহাদনগরের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন টিপু, কালিদহের সাধারণ সম্পাদক দিদারুল আলম, লেমুয়ার সাধারণ সম্পাদক গজনবী শিপন, ফাজিলপুরের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।
সভায় আগামীকাল রবিবার বিকালে উপজেলার ১২ ইউনিয়নের ১০৮টি ওয়ার্ডে আওয়ামীলীগের কার্যকরি কমিটির সভা করার সিদ্ধান্ত হয়েছে। এসব সভায় জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অতিথি থাকবেন। জঙ্গি-সন্ত্রাসবাদের বিরুদ্ধে ৬ নভেম্বর ওয়ার্ড পর্যায়ে ছাত্রলীগের উদ্যোগে ও ১৭ নভেম্বর যুবলীগের উদ্যোগে মিছিলের সিদ্ধান্ত হয়েছে। ১৯ নভেম্বর ইউনিয়ন আওয়ামীলীগের কার্যকরি কমিটির সভা করতে নির্দেশনা দেয়া হয়েছে।
দলীয় সূত্র জানায়, আগামীকাল রবিবারের কর্মসূচীর মাধ্যমে নির্বাচনী কার্যক্রম শুরু হচ্ছে। ওয়ার্ড পর্যায়ের নেতারা কিভাবে কাজ করছেন, তাদের সাথে নেতাকর্মীদের কারো আভ্যন্তরীন কোন দূরত্ব আছেকিনা সেসব দূর করতে দায়িত্বপ্রাপ্ত নেতারা উদ্যোগ নেবেন। দায়িত্বপ্রাপ্ত নেতাদের মধ্যে শর্শদীতে উপজেলা সহ-সভাপতি নিজাম উদ্দিন ভূঞা, পাঁচগাছিয়ায় সহ-সভাপতি শাহআলম, ধর্মপুরে সহ-সভাপতি সামছুল আলম চৌধুরী, কাজিরবাগে সহ-সভাপতি নুরুল আমিন বাটলার, কালিদহে সহ-সভাপতি ইসমাইল হোসেন খোকন, বালিগাঁওয়ে সহ-সভাপতি এমদাদুল হক দুলাল, ধলিয়ায় যুগ্ম-সাধারণ সম্পাদক মীর হোসেন দুলাল, লেমুয়ায় সহ-সভাপতি মো: রহিম উদ্দিন, ছনুয়ায় যুগ্ম-সাধারণ সম্পাদক মোতাহার হোসেন সোহাগ, মোটবীতে সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম, ফাজিলপুরে সহ-সভাপতি রবিউল হক ভোলা মেম্বার, ফরহাদনগরে যুগ্ম-সাধারণ সম্পাদক মো: লোকমান হোসেন রয়েছেন।
এ প্রসঙ্গে উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল বলেন, “আওয়ামীলীগ যত বেশি ঐক্যবদ্ধ থাকবে বিরোধী শক্তি ততবেশি পরাস্ত হবে। সারাবিশ্বে বৈশ্বিক অর্থনীতির মন্দা প্রভাব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই দেশ এখনো শ্রীলঙ্কা হয়নি। আমেরিকার মতো দেশ শান্তিতে নেই। ইউক্রেন-রাশিয়া যুদ্ধ সারাবিশ্বকে বিধ্বস্ত করেছে। দেশের উন্নয়ন-অগ্রগতি ও সমৃদ্ধি অব্যাহত রাখতে আগামী নির্বাচন শেখ হাসিনার অধীনেই হবে। আওয়ামীলীগ সরকারের নেতৃত্বে ফেনীতে নিজাম উদ্দিন হাজারী অভূতপূর্ব উন্নয়ন করেছেন।”
তিনি আরো বলেন, “ফেসবুকের ব্যবহার উন্নয়ন কাজে ব্যবহার করতে হবে। উন্নয়ন কাজ প্রচার করতে হবে। কাউকে ঘায়েল করতে ব্যবহার করবেন না। সরকারের সমালোচনায় ব্যবহার করা যাবেনা। প্রধানমন্ত্রীর ভালো উদ্যোগ শেয়ার করুন। আওয়ামীলীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এবং ফেনী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপির নির্দেশনায় সদর উপজেলার ১২টি ইউনিয়নে দলীয় কর্মকান্ড গতিশীল ও সুসংগঠিত করতে সর্বস্তরের নেতাকর্মীদের ভেদাভেদ ভুলে একসাথে কাজ করতে উদাত্ত আহবান জানানো হয়।”