fenirshomoy logo black
বল্লারমূখ বাঁধ ও মুছাপুর ক্লোজার নির্মাণের দাবীতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি :

বন্যা নিয়ন্ত্রণে পরশুরাম বল্লারমুখা টেকসই বাঁধ নির্মাণ, সোনাগাজী উপজেলার নদী ভাঙ্গন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ ও ২০২৪ সালের বন্যায় ক্ষতিগ্রস্থদের দ্রুত পূনর্বাসনের দাবীতে মানববন্ধন, অবস্থান কর্মসূচি ও মিছিল করেছে ফেনী জেলা স্বেচ্ছাসেবক পরিবার। গতকাল রবিবার দুপুরে শহরের ট্রাংক রোডের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে ৫০টির বেশী সংগঠনের ২ শতাধিক স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করেন। এসময় বক্তব্য রাখেন ইউনিটি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি মো: খুরশিদ রহমান সুর্য, সাংবাদিক ও সংগঠক সোলায়মান হাজারী ডালিম, স্বেচ্ছাসেবক রুবেল তারেক, ফেনী ফুড এন্ড ব্লাড সভাপতি, সেজানুল আলম প্রিয়, নবজীবন রক্তদান ফোরামের সভাপতি মো: দাউদ, অগ্রদূত চ্যারেটি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি দিদারুল আলম, বিনির্মাণ জনকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি জেবল হক, সিন্দুরপুর শান্তি সংঘের সেক্রেটারি রাতুল, ফেনী জেলা ব্লাড গ্রুপের সভাপতি রিয়াজ, সিনিয়র স্বেচ্ছাসেবক মিনহাজ উদ্দিন।

তারা বক্তারা বলেন, ২৪’র ভয়াবহ বন্যায় ফেনীতে ক্ষতি হয়েছে আড়াই হাজার কোটি টাকার সম্পদ, নিহত হয়েছে ৩৫ জনের মানুষ। ঘর-বাড়ি হারা হয়েছে হাজার হাজার মানুষ। সেই ক্ষতি এখনও পোষায়নি। পরশুরামের বল্লারমূখা বাঁধটি নির্মাণ করা হচ্ছে দায়সারা ভাবে। এভাবে জোড়াতালি দিয়ে বাঁধ নির্মাণ করলে আবার ভাঙ্গবে। মানুষ আবার ডুববে।

অপরদিকে বন্যায় ভেঙে যাওয়া মুসাপুর ক্লোজারটি না থাকায় নদী ভাঙ্গনে বিলীন হচ্চে জেলার সোনাগাজী, দাগনভূঞাঁ ও নোয়াখালীর বিশাল জনপদ। এভাবে ভাঙ্গতে থাকলে মানচিত্র থেকে হারিয়ে যেতে পারে জনপদের বড় একটি অংশ। ইতিমধ্যে নদীতে বিলীন হয়েছে অনেক ঘর-বসতি ও অবকাঠামো।
মানববন্ধন ও কর্মসূচি শেষে জেলা প্রশাসকের মাধ্যমে অন্তবর্তী সরকারের কাছে এ বিষয়ে ব্যবস্থা নিতে স্মারকলিপি প্রদান করেছে স্বেচ্ছাসেবকরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!