শহর প্রতিনিধি :
ফেনী শহরের বারাহিপুর এলাকায় সোমবার ৩ মাদক বিক্রেতাকে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, সোমবার শহরের বারাহিপুর এলাকার ওয়াহেদ সড়কে মাদক বিরোধী ট্রাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সহকারি কমিশনার কামরুল হাসান ও তানিয়া ভূঁইয়া নেতৃত্ব দেন। এসময় মো: সোবহান (৩৪), রিয়াজুল ফরাজী (২৬) ও মো: সোহাগ (২৮) কে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৪শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে দুইজনকে ১৫ দিন করে ও একজনকে ১মাস কারাদন্ড প্রদান করা হয়। একইসঙ্গে প্রত্যেককে ১শ টাকা করে জরিমানা করা হয়।
সোবহান নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানার ছাপরাশিরহাট এলাকার মৃত জুলহাসের ছেলে, ফরাজী বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার হরতকীতলা গ্রামের আলতাফ ফরাজীর ছেলে, সোহাগ সুনামগঞ্জ জেলার শ্রীধরপুর গ্রামের আরব আলীর ছেলে।
ফেনীস্থ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো: মোজাম্মেল হক ট্রাস্কফোর্স অভিযানে তিনজনের কারাদন্ডের সত্যতা নিশ্চিত করেছেন।