দৈনিক ফেনীর সময়

বারাহীপুরে শিশু ধর্ষণ চেষ্টা মামলায় কিশোরের কারাদন্ড

বারাহীপুরে শিশু ধর্ষণ চেষ্টা মামলায় কিশোরের কারাদন্ড

নিজস্ব প্রতিনিধি :

ফেনী শহরের বারাহীপুর এলাকায় শিশু ধর্ষণ চেষ্টার ঘটনায় জাকির হোসেন নামে এক কিশোরকে এক বছর কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। মঙ্গলবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ ওসমান হায়দার এ রায় দেন।

আদালত সূত্র ও মামলার নথিপত্র থেকে জানা গেছে, ২০১১ সালের ৬ আগস্ট ৪ বছর বয়সী এক কন্যাশিশুকে চানাচুর দেয়ার প্রলোভন দেখিয়ে বাসায় নিয়ে যায় জাকির হোসেন (১৫)। সেখানে তাকে ধর্ষণের চেষ্টা করলে শিশুটি শোরচিৎকার করে। এসময় তার মা ও আশপাশের লোকজন জড়ো হয়ে জাকিরকে আটক করে। পরে তাকে তৎকালীন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর কামাল উদ্দিনের মাধ্যমে থানা-পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় শিশুটির বাবা আবদুল হক বাদি হয়ে থানায় মামলা দায়ের করে। মামলার তদন্ত শেষে ফেনী মডেল থানার তৎকালীন এসআই জহির উদ্দিন আদালতে অভিযোগপত্র দেন। এ মামলায় ৬ জন আদালতে সাক্ষ্য দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি ফরিদ আহাম্মদ হাজারী জানান, দীর্ঘ শুনানীর পর আদালত জাকির হোসেনকে দোষী সাব্যস্ত করে ১ বছর কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানার রায় দেন। দন্ডপ্রাপ্ত জাকির চৌদ্দগ্রাম উপজেলার গাংরা এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!