নিজস্ব প্রতিনিধি :
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নতুন বিচারপতি নিয়োগ পেলেন মো: গোলাম মর্তুজা মজুমদার। তিনি ফেনী জেলার ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের হাসানপুর মজুমদার বাড়ির বাসিন্দা। রাষ্ট্রপতি সংবিধানের ৯৮ অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বলে ২৩ জন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নতুন বিচারপতি নিয়োগ পেয়েছেন। গতকাল সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তাদের শপথবাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্টার জেনারেল আজিজ আহমেদ।
এর আগে মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ২৩ জনকে বিচারপতি হিসেবে নিয়োগ দেয়া হয়। পরে রাতেই আইন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।
নতুন নিয়োগ পাওয়া বিচারপতিদের তালিকায় মো: গোলাম মর্তুজা মজুমদার প্রথমে রয়েছেন। এর আগে তিনি জেলা ও দায়রা জজ পদে কর্মরত থেকে অবসরগ্রহন করেন। মো: গোলাম মর্তুজা মজুমদার একজন সৎ ও বিনয়ী মানুষ হিসেবে সকলের কাছে পরিচিত।
বিচারপতি ড. মো: গোলাম মর্তুজা মজুমদার বাড়ির মৃত মফিজুর রহমান মজুমদার ও জরিফা খাতুনের সুযোগ্য সন্তান। ১৯৬০ সালের ১৫ জানুয়ারী জন্মগ্রহণ করেন তিনি। ১৯৮২ সালে বিসিএস পাশ করে ১৯৯৩ সালের ২০ এপ্রিল চাকুরীতে যোগদান করেন। জেলা ও দায়রা জজ এর চাকরী থেকে ২০১৯ সালের ১৪ জানুয়ারী অবসর গ্রহণ করেন। দীর্ঘ চাকুরী জীবনে ১৯ বছর জেলা ও দায়রা জজ ছিলেন। তিনি ঢাকা বিশ^বিদ্যালয় থেকে এলএলবি ও এলএলএম পাশ করেন।