fenirshomoy logo black

নিজস্ব প্রতিনিধি :

ফেনীতে ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন হয়েছে। গতকাল সোমবার সকালে শহরের মরহুম খায়রুল আনোয়ার পেয়ারু জিমনেসিয়ামে বেলুন উড়িয়ে উদ্বোধন করেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফাতিমা সুলতানার সভাপতিত্বে ও সহকারী কমিশনার ফাহমিদা আক্তারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম মোহাম্মদ বাতেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো: সাইদুর রহমান। এছাড়া বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: শফি উল্লাহ, ফেনী সরকারি কলেজর সহকারী অধ্যাপক মোতাহের হোসেন, জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো: মনিরুজ্জামান, জেলা আইসিসি কর্মকর্তা সাইদ মাহবুবুর জুলফিকার প্রমূখ।

জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, ‘আমাদের বিজ্ঞান মনস্ক জাতি গঠন করতে হবে। ছাত্র/ছাত্রীদের তথ্য প্রযুক্তি নির্ভর জ্ঞান অর্জন করতে হবে,বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হবে। বর্তমান বিশ্ব তথ্য প্রযুক্তি নির্ভর। বিজ্ঞানের নতুন নতুন আবিস্কার আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।

মেলায় ২৮ স্টল অংশ নিয়েছে। এর মধ্যে বিজ্ঞান ভিত্তিক প্রকল্প প্রদর্শন, কুইজ প্রতিযোগিতা ও বিজ্ঞান অলিম্পিয়াড রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!