নিজস্ব প্রতিনিধি :
বিএসটিআইয়ের (বাংলাদেশ স্ট্যান্ডার্ডস্ অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন) কোনো অনুমোদন নেই। অথচ সয়াবিন এবং পামঅয়েলে লোগো রয়েছে। একইভাবে মোড়কে ভিটামিন-এ সমৃদ্ধ তেল হিসেবে ফর্টিফাউড ভিটামিন-এ এর ভূয়া লোগো ব্যবহার করা হয়। এভাবেই এসব সামগ্রী বিপণন ও বাজারজাত করা হচ্ছে। ফেনী শহরের বিসিক শিল্পনগরী এলাকার দরবার মসলা এন্ড ফুডে সোমবার অভিযান চালিয়ে এ চিত্র দেখতে পান ভ্রাম্যমান আদালত। পরে প্রতিষ্ঠানটিকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের সহকারি কমিশনার লিজা আক্তার বিথীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের একটি দল দরবার মসলা এন্ড ফুড কারখানায় অভিযান চালায়। অভিযানকালে অন্যদের মধ্যে বিএসটিআইয়ের ফিল্ডি অফিসার খাইরুল ইসলাম ও পুলিশের একটি দল ছিল।
সহকারি কমিশনার লিজা আক্তার বিথী জানান, অভিযানকালে কারখানায় উৎপাদিত সয়াবিনের মোড়কে বিএসটিআইয়ের সিল দেখা গেছে। কিন্তু প্রতিষ্ঠানের লোকজন এ সংক্রান্ত কোন অনুমোদনের কাগজ দেখাতে পারেনি। শুধু তাই নয়, ভিটামিন এ ব্যাবহার না করে ভিটামিন-এ সমৃদ্ধ উল্লেখ করা হয়। এটিও ভোক্তাদের সাথে প্রতারণার শামিল। এ কারণে বিএসটিআই আইন অনুযায়ী জরিমানা করা হয়েছে।