দৈনিক ফেনীর সময়

ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়নস ট্রফি মিশন শুরু করবে বাংলাদেশ

অনলাইন ডেস্ক:

ভারত-পাকিস্তান ইস্যু নিয়ে নানা অনিশ্চয়তার পর অবশেষে চূড়ান্ত হয়েছে ক্রিকেটের শীর্ষ আট জাতির এলিট টুর্নামেন্ট আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন। শেষ পর্যন্ত হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে সমস্যার সুরাহা করা হয়েছে।

তারপরও এই টুর্নামেন্টের নিয়ে সূচি ঘোষণা করতে পারছে না আইসিসি। তবে আনুষ্ঠানিকভাবে সূচি ঘোষণা না হলেও চ্যাম্পিয়ন্স ট্রফি কবে শুরু হতে পারে তার আভাস পাওয়া গেছে।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) একটি সূত্র দেশটির গণমাধ্যমে জানিয়েছে, ১৯ ফেব্রুয়ারি শুরু হয়ে ৯ মার্চ পর্যন্ত চলবে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আসর।

সূত্রটি জানিয়েছে, নিউজিল্যান্ডের বিপক্ষে স্বাগতিক পাকিস্তানের ম্যাচ দিয়ে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির পর্দা উঠছে। আর ক্রিকেট ভক্তদের কাঙ্ক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচ অনুষ্ঠিত হবে ২৭ ফেব্রুয়ারি।

সূত্রের তথ্যমতে, উদ্বোধনী দিনের পরদিনই টুর্নামেন্টে বাংলাদেশের অভিযান শুরু হবে। আগামী ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে টাইগাররা।

পাকিস্তানে অনুষ্ঠিত ম্যাচগুলো গড়াবে করাচি, লাহোর ও রাওয়ালপিন্ডির স্টেডিয়ামে। আর রাজনৈতিক কারণে পাকিস্তান যেতে অস্বীকার করায় ভারতের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে নিরপেক্ষ ভেন্যু দুবাইয়ে।

এছাড়া টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল হতে পারে যথাক্রমে ৪ ও ৫ মার্চ। এর যেকোনো একটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে পাকিস্তানে, অপরটি নিরপেক্ষ ভেন্যুতে। ৯ মার্চ অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল। এবারের আসরে ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!