সময় ডেস্ক :
ভোলায় বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি এবং লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করতে গেলে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। আজ রবিবার বেলা ১১ টার দিকে ভোলা জেলা বিএনপি কার্যালয়ের সামনে কালিনাথ রায় বাজার এলাকায় সংঘর্ষের সূত্রপাত ঘটে।
এসময় ব্যাপক ইট পাটকেল নিক্ষেপ করা হয়। পুলিশও টিআরসেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। সংঘর্ষে ৫ পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ৭ জনকে আটক করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
জেলা বিএনপির যুগ্ম সম্পাদক হুমায়ূন কবির শোপান জানান, পুলিশের গুলিতে আব্দুর রহিম নামের যুবদলের এক কর্মী নিহত হয়েছে।
সূত্র : বাংলাদেশ প্রতিদিন