দাগনভূঞা প্রতিনিধি :
দাগনভূঞার মমারিজপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে রেড হার্ট ফাউন্ডেশন ফেনীর উদ্যোগে স্কাউট সদস্যদের মাঝে শুক্রবার বিকালে চারাগাছ বিতরণ ও বৃক্ষরোপন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন মাবিয়া-নজির ফাউন্ডেশনের চেয়ারম্যান ও মানবাধিকার সংগঠক এস এম হুমায়ুন কবির পাটওয়ারী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবদুর রহিম বিএসসি, দৈনিক ফেনীর সময় নির্বাহী সম্পাদক আলী হায়দার মানিক, দাগনভূঞা প্রেস ক্লাবের সাবেক সভাপতি এম এ তাহের পন্ডিত, সাধারণ সম্পাদক কাজী ইফতেখারুল ইসলাম, সাংবাদিক ইউনিয়ন ফেনীর সাধারণ সম্পাদক মিজানুর রহমান।

এছাড়াও রেড হার্ট ফাউন্ডেশন ফেনীর সভাপতি মোহাম্মদ শাফায়াত হোসেন, সহ-সভাপতি জান্নাতুল মাওয়া অর্পিতা, কো-অর্গানাইজিং সেক্রেটারি সাইফ মাহমুদ, অ্যাসোসিয়েট জয়েন্ট সেক্রেটারি সিদ্দিক সাইমন, সদস্য মোহাম্মদ রাইয়ান এবং সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ সহ বিদ্যালয়ের বর্তমান ও সাবেক ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।