দৈনিক ফেনীর সময়

মহিপালে গুলিবর্ষণকারী ছাত্রলীগ নেতা গ্রেফতার

শহর প্রতিনিধি :

ফেনী শহরের মহিপালে গত ৪ আগস্ট ছাত্র-জনতার উপর গুলিবর্ষণকারী ওসমান গনি লিটনকে র‌্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ন (র‌্যাব)। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বাড্ডা থেকে তাকে গ্রেফতার করা হয়। লিটন ফেনী পৌরসভার ৪নং ওয়ার্ড ছাত্রলীগ সাধারন সম্পাদক ও স্থানীয় জয়নাল হাজারীর ছেলে।

র‌্যাব জানায়, র‌্যাব-৭ ও র‌্যাব-১ এর যৌথ আভিযানিক দল সামাজিক যোগাযোগ মাধ্যমেপ্রাপ্ত ভিডিও পর্যালোচনা করে অভিযানে নামে। এসময় গুলিবর্ষণকারী লিটনকে গ্রেফতার করা হয়। সে ওয়াকিল আহমদ শিহাব (১৭) হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামি।

র‌্যাব আরো জানায়, ৪ আগস্ট ঘটনার সময় ওয়াকিল আহমদ শিহাব আহত অবস্থায় প্রাণে বাঁচতে মহিপাল প্লাজা মার্কেটে আশ্রয় নেয়ার চেষ্টা করে। আসামীরা ভিকটিমের কপালে এবং শরীরের বিভিন্ন স্থানে ৯-১০টি গুলি করায় গুরুতর আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। তাকে পুনরায় হত্যার উদ্দেশ্যে লাঠি-সোঠা, লোহার রড ও রাইফেলের বাট দিয়ে পিটিয়ে মৃত্যু নিশ্চিত করে। পরবর্তীতে তার মা এবং ছাত্র-জনতা ভিকটিমকে উদ্ধার করে চিকিৎসার জন্য ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওয়াকিল আহমদ শিহাবকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তার মা বাদী হয়ে ফেনী মডেল থানায় ১৫১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১০০/১৫০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

লিটনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!