শহর প্রতিনিধি :
ফেনী শহরের মহিপালে সোমবার বিকালে ইব্রাহিম খলিল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তার কাছে থাকা স্কুল ব্যাগে সুকৌশলে লুকানো ১শ ৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
পুলিশ সূত্র জানায়, কুমিল্লার বিভিন্ন এলাকায় ভারত সীমান্ত থেকে ফেনসিডিল পাচার করে ফেনীতে সরবরাহ করে আসছে চৌদ্দগ্রামের বাসিন্দা ইব্রাহিম খলিল। ফেনী সহ আশপাশের জেলায় মাদক ব্যবসায়ীদের কাছে পাইকারি বিক্রয় করেন তিনি। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিকাল ৩টার দিকে শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সৈয়দ ফারুক আহমেদ মহিপাল ফ্লাইওভার সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে গ্রাম বাংলা ম্পেশাল সার্ভিস বুকিং কাউন্টারের সামনে অবস্থান নেন। এসময় বাস থেকে নামামাত্রই ইব্রাহিম খলিলের কাছে থাকা স্কুল ব্যাগ থেকে ১শ ৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। গ্রেফতার ইব্রাহিম খলিল চৌদ্দগ্রাম উপজেলার সাতঘরিয়া এলাকার উত্তরপাড়ার বাসিন্দা স্বপন মিয়ার ছেলে।
শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সৈয়দ ফারুক আহমেদ জানান, ফেনসিডিল উদ্ধারের ঘটনায় তিনি বাদি হয়ে ফেনী মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করেছেন। গ্রেফতার ইব্রাহিমকে আজ মঙ্গলবার আদালতে প্রেরণ করা হবে।