নিজস্ব প্রতিনিধি :
ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী বলেছেন, কোন মাদরাসা ছাত্র জঙ্গীর সাথে সম্পৃক্ত নাই। জঙ্গী সম্পৃক্তরা বুয়েট-কলেজের ছাত্র। বাংলাদেশের কোন মাদরাসা ছাত্র-শিক্ষক জঙ্গীর পক্ষে ছিল না, জঙ্গীর সাথে সম্পৃক্ত ছিল না। ইসলামকে আমরা ভালোবাসি। ইসলাম তথা হযরত মুহাম্মদ (সা:) এর আদর্শ নিয়ে আমরা চলি। ইসলাম শান্তির ধর্ম। মানুষ জ্বালিয়ে মানুষ মারিয়ে ইসলাম প্রতিষ্ঠা করা ইসলামে নেই। ইসলাম সম্পর্কে মাদরাসা ছাত্ররা বুঝে বলেই তারা সম্পৃক্ত নেই। মুসলমানকে হেয় করার জন্য ষড়যন্ত্র করা হয়। সবাই এ ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে।
মঙ্গলবার দুপুরে শহরের আল-জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসায় অভিভাবক ও ছাত্র-ছাত্রী সমাবেশে তিনি আরো বলেন, তরুণ প্রজন্ম দেশকে সামনের দিকে এগিয়ে নিবে। নিজেকে মানুষ হিসেবে গড়ে তুলতে মা-বাবা ও শিক্ষকদের অবাধ্য হওয়া যাবেনা। তাহলে মা-বাবা ও নিজের লালিত স্বপ্ন পূরণ করতে পারবে। তাদের কথা না শুনলে যত বড় মেধাবী হও গন্তব্যে পৌঁছতে পারবেনা।
স্বাধীনতার পক্ষের শক্তিকে সমর্থন দেয়ার আহবান জানিয়ে মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী বলেন, এ দেশ স্বাধীন হয়েছে বলে ফেনী শহরের একটি মাদরাসার ছাত্র হওয়ার সুযোগ হয়েছে। দেশ স্বাধীন না হলে এ সুযোগ হতো না। এ শহরে একসময় নিরাপদে ছেলে-মেয়েরা স্কুল-কলেজ ও মাদরাসায় যাতায়াত করতে পারছে। এটি করেছেন ফেনী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী। উনার দক্ষ নেতৃত্বের কারনে সন্ত্রাসের নগরী ফেনী শান্তির নগরীকে পরিনত হয়েছেন। উনি ছাত্রদের অস্ত্র না দিয়ে কলম তুলে দিয়েছেন। উনার জন্য সবাই দোয়া করবেন। সুন্দর পরিবেশ রাখার স্বার্থে আগামীদিনে সবাই ঐক্যবদ্ধ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করবো।