নিজস্ব প্রতিনিধি :
সরকারের যুগ্ম-সচিব ও সাবেক ফেনী জেলা প্রশাসক মো: ওয়াহিদুজজামান বলেছেন, “সমাজের সকল ক্ষেত্রে মানুষের উপর অত্যাচার-নিপীড়ন না করে উপকার করার চেষ্টা করবেন। তাহলে দেখবেন আপনি ভালো দিকে ধাবিত হবেন। মিথ্যা বলা থেকে বিরত থাকবেন। মিথ্যা বললে আপনার স্মৃতিশক্তি লোভ পাবে। চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। ফেনীতে একটি বিশেষ কাজে এসে আপনাদের সাথে দেখা ও দোয়া নিতে চলে এসেছি। রাসুল (স:) বলেছেন তোমরা ধর্ম নিয়ে কখনো বাড়াবাড়ি করিও না। ধর্ম নিয়ে ভাড়াবাড়ি করে জাতি-ধর্ম বিভেদ সৃষ্টি করা যাবে না। ইসলাম ধর্ম আলোকিত ধর্ম। মানুষ কাউকে অত্যাচার নির্যাতন না করে শান্তির পথ বেঁচে নিতে হবে।”
শুক্রবার ফেনী কেন্দ্রীয় বড় জামে মসজিদে জুমার নামাজ পূর্ব আলোচনায় তিনি এসব কথা বলেন।
ওয়াহিদুজজামান আরো বলেন, “সর্বত্র সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখবেন। কিছুদিন আগে আমি জাপানে গিয়েছি সেখানে ছিল মাত্র ১০-১২টি মসজিদ এখন সেখানে ১০০ বেশী মসজিদ রয়েছে। ইসলামের প্রচার ও প্রসারের ক্ষেত্রে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি মানুষকে শ্রেষ্ঠতম জাতি হিসেবে সৃষ্টি করেছি। তাই শ্রেষ্ঠ জাতি হিসেবে মানুষের কাজগুলোও শ্রেষ্ঠত্বের পরিচয় দিতে হবে। শ্রেষ্ঠ জাতি হিসেবে মানুষের উপর জুলুম নির্যাতন করা যাবে না। আপনি সর্বোচ্চ জায়গায় আছেন বলে আপনার বিবেক-বুদ্ধি দিয়ে মানুষের ক্ষতি করা যাবে না। মানুষকে বুঝার চেষ্টা করতে হবে। মানুষের উপকার করতে হবে। তাহলে আপনি মানুষের হৃদয়ে জায়গা করে নিতে পারবেন।”