নিজস্ব প্রতিনিধি :
ফেনী আলীয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসানের পদত্যাগ চেয়ে সোমবার আন্দোলনকারীদের উপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। মঙ্গলবার হামলায় আহত ফাজিল (অনার্স) আল হাদীস বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী তানভীর আহমেদ রুপম বাদি হয়ে অধ্যক্ষ মাহমুদুল হাসান ও তার ছেলে শিক্ষক জুনাইদ আল মাহমুদ সহ ২৬ জনের নাম উল্লেখ করা হয়। আসামীদের মধ্যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইতিহাসের সহকারি অধ্যাপক আনোয়ার হোসেনও আসামী রয়েছেন। ৫০-৬০ জনকে অজ্ঞাত আসামী করে ফেনী মডেল থানায় মামলা দায়ের করেন।
ফেনী মডেল থানার ওসি মর্ম সিংহ মারমা জানান, ঘটনাস্থল থেকে গ্রেফতার হওয়া ফাজিল ১ম বর্ষের শিক্ষার্থী সিয়াম ও বিরিঞ্চি এলাকার ইসমাইল হোসেন জয়কে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত; সোমবার অধ্যক্ষ মাহমুদুল হাসানের পদত্যাগ চেয়ে আন্দোলনকারীদের উপর হামলা করে তার অনুসারীরা। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত হয়।