শহর প্রতিনিধি :
ফেনীর পুলিশ সুপার জাকির হাসান বলেন, বহু রকম দূষণ রয়েছে। তবে শব্দদূষণ নিয়ে আমাদের মধ্যে আলোচনা সবচেয়ে কম করি। কারণ আমরা প্রত্যেকেই শব্দদূষণে সম্পৃক্ত। তাই এটি নিরব ঘাতক। এ দূষণের সবচেয়ে বেশি ক্ষতির শিকার শিক্ষার্থীরা। যদিও শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যত। তাই সচেতনতা সৃষ্টির বিকল্প নেই। সকলকে নিজ নিজ অবস্থান থেকে শব্দদূষণ রোধে ভূমিকা রাখতে হবে।
মঙ্গলবার সকালে জেলা শিল্পকলা একাডেমীতে শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক প্রশিক্ষণে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।