নিজস্ব প্রতিনিধি:
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ফেনীতে চলছে জামায়াতে ইসলামীর গণসংযোগ পক্ষ। আগামী ২৫ এপ্রিল শুক্রবার পর্যন্ত চলবে এ কার্যক্রম। এ লক্ষে প্রতিদিন জেলা শহরের পাড়া-মহল্লায় গণসংযোগ পক্ষ উপলক্ষ্যে প্রচারাভিযান চালাচ্ছেন দলটির জেলা আমির মুফতি আবদুল হান্নান। গতকাল বুধবার বিকালে পৌরসভার ৫নং ওয়ার্ডের বিরিঞ্চি ও পানির ট্রাংকি এলাকা, ৬নং ওয়ার্ডের হাসপাতাল মোড়, ফলেশ্বর, সিও অফিস এলাকায় ব্যবসায়ী সহ জনসাধারনের মাঝে দাওয়াতী কাজ করেন তিনি। এসময় সঙ্গে থাকা নেতাকর্মীরা সমর্থক ফরম বিলি ও সদস্য সংগ্রহ কার্যক্রম চালাচ্ছেন।
এর আগের দিন মঙ্গলবার বিকালে পৌরসভার ১নং ওয়ার্ডের ট্রাংক রোড়ের নবী হোটেল থেকে বাঁশপাড়া ও মডেল হাইস্কুল এলাকায় গণসংযোগ কার্যক্রম চালানো হয়। মুফতি আবদুল হান্নান জানান,
৫ আগস্ট পরবর্তী সময়ে জামায়াতে ইসলামীর কার্যক্রমে সন্তুষ্ট হয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সমর্থক ফরম পূরণ করছে। – মুফতি আবদুল হান্নান
ইসলামী জুলুম-শোষনের অবসান ঘটিয়ে দূর্নীতি-চাঁদাবাজমুক্ত সমাজ, মানুষের অধিকার প্রতিষ্ঠা তথা মানুষের কল্যাণে কাজ করে। কোরআন-সুন্ন্াহর আলোকে সমৃদ্ধ দেশ গঠনে ব্যাপক ভূমিকা রাখছে। সৎ, যোগ্য ও খোদাভিরু নেতৃত্ব প্রতিষ্ঠায় আগামীদিনে জামায়াতে ইসলামীর পাশে সমর্থন প্রত্যাশা করেন তিনি।’