নিজস্ব প্রতিনিধি :
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ফেনী সদর, দাগনভূঞা ও সোনাগাজীতে আওয়ামীলীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী যথাক্রমে শুসেন চন্দ্র শীল, দিদারুল কবির রতন ও জহির উদ্দিন মাহমুদ লিপটন বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। একইভাবে ভাইস চেয়ারম্যান প্রার্থী এ.কে শহীদ উল্যাহ খন্দকার, মহিউদ্দিন হায়দার ও সাখাওয়াতুল হক বিটু, সদরের মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মুর্শিদা আক্তার নির্বাচিত হন।
চেয়ারম্যান প্রার্থী শুসেন চন্দ্র শীল দোয়াত কলম প্রতীকে ২ লাখ ১৩ হাজার ৭৮১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। প্রতিদ্বন্ধী মনজুর আলম মোটর সাইকেল প্রতীকে পেয়েছেন ৭ হাজার ২৮২ ভোট। ভাইস চেয়ারম্যান প্রার্থী এ.কে শহীদ উল্যাহ খোন্দকার টিউবওয়েল প্রতীকে ২ লাখ ২ হাজার ৯২৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। প্রতিদ্বন্ধী গোলাম কিবরিয়া উড়োজাহাজ প্রতীকে ১৪ হাজার ৭৮১ ভোট পান। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মুর্শিদা আক্তার কলস প্রতীকে ২লাখ ২ হাজার ২৫৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। প্রতিদ্বন্ধী আঞ্জুমান আক্তার প্রজাপতি প্রতীকে ১৬ হাজার ৭শ ১৮ ভোট পান।
অবশ্য জেলা নির্বাচন অফিস সূত্র জানিয়েছে, বুধবার রাত ১১টার সময় এ রিপোর্ট লেখা পর্যন্ত ১৪০ কেন্দ্রের ভোটগণণা শেষ হয়নি। প্রদত্ত রিপোর্টে ৫৮ কেন্দ্রের ফলাফলে ৯১ হাজার ৯৬৫ জন ভোটগ্রহণ হয়েছে। এর মধ্যে ৯৪৭টি ভোট বাতিল করা হয়। প্রদত্ত ভোটের শতকরা হার ২২.১১শতাংশ। সদর উপজেলায় মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১৫ হাজার ৯৯৪ জন।
দাগনভূঞা উপজেলায় দিদারুল কবির রতন দোয়াত কলম প্রতীকে ১ লাখ ১৭ হাজার ১৫৮ ভোট পেয়ে বিজয়ী হন। নিকটতম প্রার্থী বিজন ভৌমিক চিংড়ী মাছ প্রতীকে পেয়েছেন ৩ হাজার ১৬৬ ভোট। ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিন হাওলাদার টিউবওয়েল প্রতীক নিয়ে ১ লাখ ৮ হাজার ৮২০ ভোট পেয়েচেন। প্রতিদ্বন্ধী মোহাম্মদ ইউসুফ আলী উড়োজাহাজ প্রতীকে ভোট পান ৯ হাজার ১৫৪। এখানে মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া আক্তার রাবু বিনাপ্রত্দ্বিন্ধিতায় নির্বাচিত হন।
নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা পল্লবী চাকমা বলেন, সোনাগাজীতে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। দোয়াত কলম প্রতীকের প্রার্থী জহির উদ্দিন মাহমুদ লিপটন বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হন। নির্বাচনে মোট ৭২টি কেন্দ্রে দোয়াত কলম প্রতীকে ৮৬ হাজার ১৭১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাতীয় পার্টির মো.মজিবুল হক লাঙ্গল প্রতীকে ৭২ ভোট, নুর আলম মিষ্টার ঘোড়া প্রতীকে ৩৫৬ ভোট ও মহিউদ্দিন আনারস প্রতীকে ৪২০ ভোট পান। ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান সাখাওয়াতুল হক বিটু টিউবওয়েল প্রতীকে ৮৩ হাজার ২৫৪ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী আইয়ুব আলী হায়দার উড়োজাহাজ প্রতীকে পেয়েছেন ৩ হাজার ২০০ ভোট। ইতিমধ্যে মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক খোদেজা খানম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচনে মোট ভোট পড়েছে ৮৭ হাজার ৬৫৬টি, যা মোট ভোটারের ৩৬ দশমিক ৪৪শতাংশ। এর মধ্যে ১৫৮১টি ভোট বাতিল হয়েছে।