দৈনিক ফেনীর সময়

সাহস করে সত্য প্রকাশের মানসিকতা থাকতে হবে-এমপি মাসুদ চৌধুরী

সাহস করে সত্য প্রকাশের মানসিকতা থাকতে হবে-এমপি মাসুদ চৌধুরী

নিজস্ব প্রতিনিধি :

ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনের সংসদ সদস্য জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী বলেছেন, সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি একে অপরের সাথে পারস্পরিক সম্পর্ক ঠিক রাখতে হবে। সাংবাদিকরা হচ্ছেন সমাজের দর্পণ। সাংবাদিকের কলমের মাধ্যমে দেশ ও জাতির ভাগ্য পরিবর্তন হয়। সাংবাদিকরা জাতির জাগ্রত বিবেক। এ বিবেক কাজে লাগিয়ে সমাজ উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। বুধবার রাতে সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের সুলাখালী গ্রামে তার নিজ বাড়িতে ফেনী রিপোর্টার্স ইউনিটির ২০২৩ সালের নবনির্বাচিত কমিটির সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

সাবেক এ সেনা কর্মকর্তা আরো বলেন, সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশের উন্নয়নের সহায়ক হয়। ঐক্যবদ্ধ থাকলে সংগঠন বা ব্যক্তি অনেক বেশি শক্তিশালী ও গতিশীল হবে। পেশাগত দায়িত্বপালনের ক্ষেত্রে সাংবাদিকদের মধ্যে বস্তুনিষ্ঠতা ও সততা থাকতে হবে। সাহস করে সত্য কথা বলা এবং প্রকাশের মানসিকতা থাকতে হবে। তাহলে পাঠক তথা সমাজের মানুষ উপকৃত হবে।

তিনি বলেন, দুর্ভাগ্যবশত আমরা বেশ কিছুদিন যাবত একটা জিনিস লক্ষ্য করছি ফেনীতে হলুদ সাংবাদিকতার প্রভাব অনেক বেড়ে গেছে। এতে মূলধারার সাংবাদিকরা কুলুষিত হচ্ছে। নিজেদের স্বার্থে এদেরকে আমরা সকলে মিলে শনাক্ত করে নিরুৎসাহিত করতে পারলে তাহলে সবাই উপকৃত হবেন।

এসময় ফেনী রিপোর্টার্স ইউনিটির বর্তমান সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক দিদারুল আলম, ২০২৩ সালের নবনির্বাচিত কমিটির সভাপতি শুকদেব নাথ তপন, সাধারণ সম্পাদক আলী হায়দার মানিক, সাবেক সভাপতি জহিরুল হক মিলু, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক মিলন, বর্তমান সহ-সাধারণ সম্পাদক নুর উল্যাহ কায়সার, কোষাধ্যক্ষ তোফায়েল আহাম্মেদ নিলয়, দফতর সম্পাদক মফিজুর রহমান, কার্যনির্বাহী সদস্য মো: ওমর ফারুক, সাধারণ সদস্য মুহাম্মদ মিজানুর রহমান ও আজিজ আল ফয়সাল প্রমুখ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!