দৈনিক ফেনীর সময়

সোনাগাজীতে ডাকাতির প্রস্তুতিকালে ৮ জন গ্রেফতার

সোনাগাজীতে ডাকাতির প্রস্তুতিকালে ৮ জন গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি :

ফেনী-সোনাগাজী আঞ্চলিক মহাসড়কের ডাকবাংলা এলাকায় শনিবার রাতে ডাকাতির প্রস্তুতিকালে ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

পুলিশ সূত্র জানায়, ডাকবাংলা এলাকায় বেশ কয়েকজন দূর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।্ এ খবর পেয়ে সোনাগাজী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: মাশকুর রহমান ও মডেল থানার ওসি মো: খালেদ হোসেনের নেতৃত্বে একদল পুলিশ রাত সাড়ে ১০টার দিকে সাঁড়াশি অভিযানে বের হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ৮ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে।

এরা হলেন- ফুলগাজীর আমজাদহাট ইউনিয়নের মালিপুর এলাকার আবদুল মালেকের ছেলে আবদুল মুনাফ (৩৫), নোয়াখালীর সুধারাম থানার দক্ষিণ মুন্নাফিয়া এলাকার মৃত মো: ইসমাইলের ছেলে আবু তাহের (৬০), হাতিয়া থানার বুড়িরচর এলাকার লালু মেইকারের ছেলে মো: জয়নাল (৩৭), চাঁদপুর জেলার শাহরাস্তি থানার উত্তর দেবপাড়া এলাকার জয়নাল আবদীনের ছেলে ইকবাল হোসেন (৩৭), চট্টগ্রামের হাটহাজারী থানার শাহআলমের কলোনীর আকবরের ছেলে মামুন (৩০), জামাল খানের ছেলে সুজন খান (২৫), পাহাড়তলি থানার দক্ষিণ হালিশহর এলাকার চাঁন মিয়ার ছেলে আলমগীর (৩৯), হালিশহর ছোটপোল এলাকার ইসমাইল হোসেনের ছেলে জুয়েল হোসেন (২৮)। তাদের কাছ থেকে ১টা এলজি, গুলি ৬রাউন্ড, ১টি রামদা, ২টি কিরিচ, ছোরা ১টি, প্লাস ১টি, টর্চলাইট ৩টি উদ্ধার করা হয়।

সোনাগাজী মডেল থানার ওসি খালেদ হোসেন ডাকাতির প্রস্তুতির সময় ৮ জনকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন। ফেনীর সময় কে তিনি জানান, এই সংঘবদ্ধ চক্র পরিকল্পিতভাবে বিভিন্ন স্থানে ডাকাতি করে। তাদের নামে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র উদ্ধারের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। গ্রেফতারকৃত রবিবার আদালতে প্রেরণ করা হবে বলে তিনি জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!