দৈনিক ফেনীর সময়

সোনাগাজীতে বালু তোলা নিয়ে সংঘর্ষের ঘটনায় মামলা

সোনাগাজীতে বালু তোলা নিয়ে সংঘর্ষের ঘটনায় মামলা

নিজস্ব প্রতিনিধি :

সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের থাকখোয়াজের লামছি কলমির চর এলাকায় ফেনী নদীতে বালু তোলাকে কেন্দ্র করে চট্টগ্রামের বারইয়ারহাট পৌরসভার মেয়রসহ তিনজন গুলিবিদ্ধের ঘটনায় মামলা হয়েছে। এতে ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মজিবুল হক রিপনসহ ২০ জনকে আসামি করা হয়।

শনিবার সকালে সোনাগাজী মডেল থানায় মামলাটি করেন মিজানুর রহমান নামের এক ব্যক্তি। হামলার ঘটনায় শাকিল ও নুর আলম নামের দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোনাগাজী মডেল থানার ওসি মো: খালেদ হোসেন বলেন, ইউপি চেয়ারম্যান রিপনকে প্রধান আসামি করে ২০ জনের নামে মামলা হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

এর আগে বালু তোলাকে কেন্দ্র করে শুক্রবার সকাল সাড়ে ১০টায় মুহুরি সেচ প্রকল্প সংলগ্ন ফেনী নদীর কলমির চর এলাকায় বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকন, হিঙ্গুলী ইউনিয়নের আওয়ামীলীগ নেতা অশোক সেন (৪২) ও যুবলীগ কর্মী সায়েদ খান দুখু (৩৫) তিনজন গুলিবিদ্ধ হয়েছিলেন। বর্তমানে তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!