নিজস্ব প্রতিনিধি :
সোনাগাজীতে উপজেলা বিএনপি ও ছাত্রলীগের কর্মসূচিকে কেন্দ্র করে পৌরসভা এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। আজ সোমবার দুপুর ১২টার দিকে সোনাগাজী মডেল থানার ওসি মো: খালেদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি খালেদ হোসেন বলেন, একই স্থানে বিএনপি ও ছাত্রলীগের কর্মসূচি ডাকায় পৌর শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা আছে। এমন অবস্থায় আজ বেলা ১১টার দিকে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। আপাতত রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারার জারি রাখার সিদ্ধান্ত হয়েছে।
এদিকে ১৪৪ ধারা জারির পরপরই উপজেলা ছাত্রলীগ ও যুবলীগের নেতা–কর্মীদের মিছিল করতে দেখা গেছে। বেলা ১১টার দিকে মিছিলটি শহরের জিরো পয়েন্ট থেকে পৌর বাজারের দিকে অগ্রসর হয়। তবে এসময় সহকারী পুলিশ সুপার (সোনাগাজী সার্কেল) মো: মাশকুর রহমানের নেতৃত্বে পুলিশের বাধায় মিছিলটি ছত্রভঙ্গ করে দেওয়া হয়।
এর আগে সকাল থেকেই শহরের জিরো পয়েন্ট এলাকা ও পৌর শহরের আল হেলাল একাডেমিসংলগ্ন গোবাজার মাঠের আশপাশে ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীদের জড়ো হতে দেখা যায়। তবে বিএনপির নেতা-কর্মীদের এখনো উপস্থিতি লক্ষ করা যায়নি।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার বেলা তিনটায় গোবাজার মাঠে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছিল উপজেলা বিএনপি। তবে এর মধ্যে একই স্থানে আজ বেলা ১১টার দিকে উপজেলা ছাত্রলীগ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন আয়োজন করে। পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণার পর থেকেই দুই দলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এমন অবস্থায় কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।