দৈনিক ফেনীর সময়

সোনাগাজীতে বিধবার বেঁচে থাকার সম্বল দুটি গরু চুরি

সোনাগাজীতে বিধবার বেঁচে থাকার সম্বল দুটি গরু চুরি

নিজস্ব প্রতিনিধি :

সোনাগাজীতে অসহায় ফাতেমা খাতুন নামে এক বিধবা নারীর গোয়াল ঘর থেকে রাতের আঁধারে দুটি গরু চুরি করে নিয়ে গেছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। দুটি গরুর আনুমানিক মূল্য প্রায় দুই লাখ টাকা। গত রবিবার রাতে উপজেলার চর দরবেশ ইউনিয়নের চর সাহাভিকারী এলাকায় এঘটনা ঘটে। খবর পেয়ে গতকাল সোমবার দুপুরে সোনাগাজী সার্কেলের জ্যেষ্ঠ সহকারি পুলিশ সুপার মো: মাশকুর রহমান ও ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম ভুট্টু ঘটনাস্থল পরিদর্শন করে গরুগুলো উদ্ধার ও চোরদেরকে আইনের আওতায় আনার আশ্বাস দেন।

ফাতেমা খাতুন বলেন, রবিবার রাতে গরু দুটিকে গোয়াল ঘরে বেঁধে তিনি ঘুমিয়ে যান। সকালে ঘুম থেকে ওঠে গরু দুটিকে না দেখে তিনি আশপাশে খুঁজতে থাকেন। গরুগুলোকে কোথাও না পেয়ে তিনি ধারনা করেন, রাতের আঁধারে গোয়াল ঘরের দরজা খুলে চোরেরা তার দুটি গরু চুরি করে নিয়ে গেছে। স্বামী মারা যাওয়ার পর উপার্জনক্ষম সন্তান না থাকায় তিনি একটি গাভী ও এক ষাড় গরু লালন করেন। গাভীর দুধ বিক্রি করে তিনি নিজের জীবিকা নির্বাহ করে আসছেন। গরুগুলোকে তিনি জীবনে বেঁচে থাকার শেষ সম্বল হিসেবে আগলে রেখেছেন।

তিনি বলেন, প্রতিবছর কোরবানি ঈদে বিক্রি করার জন্য একটি গাভী ও একটি ষাড় পালন করেন। গাভীর দুধ বিক্রি করে সংসার চালিয়ে বাকী টাকা দিয়ে গরুর খাদ্য কিনে থাকেন। চোরেরা আমার বেঁচে থাকার জীবনের শেষ সম্বল চুরি করে নিয়ে গেছে। এখন আমাকে ভিক্ষা করা ছাড়া আর পেটে ভাত জুটবে না। এ ঘটনায় গতকাল সোমবার বিকালে তিনি থানায় অভিযোগ দিয়েছেন।

সোনাগাজী মডেল থানার ওসি মো: খালেদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ চুরি হওয়া গরু উদ্ধার ও তথ্য প্রযুক্তির মাধ্যমে চোরদেরও শনাক্ত করার চেষ্টা করছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!