সময় ডেস্ক :
সৌদি আরবের রাজধানী রিয়াদে সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে স্থানীয় কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফোরামের প্রধান উপদেষ্টা প্রকৌশলী আফসারুল আলম। ফোরামের সভাপতি কামাল উদ্দিন পাটোয়ারীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফোরামের অন্যতম উপদেষ্টা জসিম উদ্দিন সাঈদ, উপদেষ্টা ড. মীর এম এ হাসান। ফোরামের সাধারণ সম্পাদক জহির উদ্দিন মনিরের সঞ্চালনায় নেতৃবৃন্দকে পরিচয় করিয়ে দেন ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ও কার্যনির্বাহী সদস্য নুরুল আনোয়ার।
প্রকৌশলী আফসারুল আলম তার বক্তব্যে বলেন, যেখানে বিভিন্ন দল ও মতের কারণে মানুষ দিনদিন বিভক্ত হচ্ছে, সেই সময়ে এই মানবিক সংগঠনের মাধ্যমে দল-মতের উর্দ্ধে উঠে আমরা সবাই একত্রিত হতে পেরেছি। ফোরামের সবচেয়ে বৃহৎ কর্মসূচি শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ও রমজানে খাদ্যসামগ্রী বিতরণ, এ দুটি ইভেন্ট সন্নিকটে হওয়ায় তিনি এই মানবিক কাজে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতার আহবান জানান।
ফোরামের সভাপতি কামাল উদ্দিন পাটোয়ারী বলেন, ফোরাম প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত যারা ইন্তেকাল করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে এ দোয়া অনুষ্ঠান চলমান থাকবে। আজকে এ তালিকায় ৯ জন হলেও একদিন আমরা অনেকেই যুক্ত হবো। তালিকা কখনো ছোট হওয়ার সুযোগ নাই। সংগঠনটি মানবিক কর্মকান্ডে প্রবাসীদের মাঝে দৃষ্টান্ত স্থাপন করে স্বগৌরবে এগিয়ে যাচ্ছে এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
ফোরামের উপদেষ্টা লুৎফুর রহমান ফটিক, খুরশিদ আলম তপন, আবদুল জলিল, আনোয়ার হোসেন রতন, নুরুল হক শাহীন, সাইফুল ইসলাম, পৃষ্ঠপোষকদের মধ্য থেকে আবদুল হালিম, আবদুল কুদ্দুস বি.ক্রম, আবদুল মুহিত এপোলো, আবুল কাশেম, নুরুল আপছার, কামরুল হাসান মীর প্রমুখ।
ফোরামের কার্যকরী কমিটির সদস্য ছাড়াও সাধারণ সদস্য ও শুভাকাঙ্খীদের স্বত:স্ফূর্ত অংশগ্রহণে মরহুম আবদুস সালাম কিরণ, মরহুম ফারুক আহম্মেদ দুলাল, মরহুম আবু নাছের, মরহুম প্রকৌশলী মফিজুর রহমান ভূঁইয়া, মরহুম সাইফুল ইসলাম, মরহুম হাজী মনির আহমেদ নয়ন, মরহুম জাহাঙ্গীর আলম, মরহুম জয়নাল আবদিন সহ ইতিপূর্বে ফোরামের সদস্যদের নিকটজন যারা নিহত হয়েছেন সকলের আত্মার মাগফিরাত কামনা কর সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া পরিচালনা করেন ফেনী রশিদিয়া মাদরাসার মুহাদ্দিস মুফতী আবদুল কাইয়ুম।