নিজস্ব প্রতিনিধি :
২৮ পেরিয়ে ২৯ বছরে পদার্পন করছে ফেনী ডায়াবেটিক সমিতি। ১৯৯৩ সালে ফেনী ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠার পর ধীরে ধীরে ১০০ শয্যার হাসপাতালের উন্নীত হয়েছে। এটিকে ২৫০ শয্যায় উন্নীত এবং মেডিকেল কলেজ করার পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। বিভিন্ন রোগ নির্ণয়সহ হাসপাতালের রোগীদের সেবার মান বেড়েছে এবং ভবিষ্যতে সেবার মান আরো বাড়াতে হবে। তাছাড়া শহরের অন্যান্য রোগ নির্নয় কেন্দ্রের (ডায়াগনষ্টিক সেন্টার) তুলনায় শতকরা ৪০ ভাগ কম মূল্যে বিভিন্ন পরীক্ষাগুলো করা হয়। এখান থেকে কোন কমিশন দেয়া হয়না বলেই কম মূল্য নেয়া সম্ভব বলে জানিয়েছেন দায়িত্বশীল নেতারা।
এদিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আজ শনিবার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান ও সিভিল সার্জন ডা: রফিক উস ছালেহীন অতিথি থাকার কথা রয়েছে।