দাগনভ‚ঞা প্রতিনিধি :
এক ভাই দক্ষিণ আফ্রিকায় অপরজন কুয়েত থাকার কারণে অনেকদিনই একসাথে মিলিত হতে পারেননি তারা। তাই এবার দুইজনেরই পরিকল্পনা ছিলো রমজান মাসে এসে একসাথে ঈদ করার। দীর্ঘ সাত বছর পর একসাথে মিলিত হওয়ার কথা ছিলো। কিন্তু সড়ক দুর্ঘটনায় সেই স্বপ্ন মøান হয়ে যায়। নিহত রাজু ২০০৯ সালে জীবিকার তাগিদে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান। চার ভাই বোনের মধ্যে রাজু মেঝো।
রাজু দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের মমারিজপুর এর মিলন মিয়ার নতুন বাড়ির আবদুল মান্নান মিলনের ছেলে। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। রাজুর মৃত্যুতে তার পরিবারকে সান্ত¡না দিতে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়া, দাগনভ‚ঞা থানার ওসি মো: হাসান ইমাম, ইউপি চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন। রাজুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।