নিজস্ব প্রতিনিধি :
ফেনী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, জেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও আওয়ামীলীগ জাতীয় পরিষদের সাবেক সদস্য আজিজ আহাম্মদ চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত করেছেন দলীয় নেতারা।
বুধবার সকালে ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের হাসানপুরে গ্রামের বাড়িতে কবর জিয়ারতে ছোট ছেলে যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক চৌধুরী আহমেদ রিয়াদ আজিজ রাজিব ছাড়াও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জামাল উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুল করিম, এডভোকেট নুর হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক জহিরুল আলম, ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহম্মদ তপু ও সাধারণ সম্পাদক নুর করিম জাবেদ প্রমুখ অংশ নেন। এসময় জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে তার কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।
এদিকে বর্ষিয়ান এ রাজনীতিকের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে জেলা আওয়ামীলীগের উদ্যোগে দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে। সন্ধ্যায় পৌরসভার লিবার্টি সুপার মার্কেটের অস্থায়ী কার্যালয়ে এ সভায় অংশ নিতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন দপ্তর সম্পাদক এ.কে শহীদ উল্যাহ খোন্দকার।