দৈনিক ফেনীর সময়

আজ শিল্পকলায় ৫শ শিক্ষার্থীকে বৃত্তি দেবে আলোকিত ফেনী ফাউন্ডেশন

আজ শিল্পকলায় ৫শ শিক্ষার্থীকে বৃত্তি দেবে আলোকিত ফেনী ফাউন্ডেশন

নিজস্ব প্রতিনিধি :

দৈনিক ফেনীর সময় ও সাপ্তাহিক আলোকিত ফেনীর আয়োজনে ‘আলোকিত ফেনী-২০২৩’ বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধণা আজ। শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বিকাল ৩টায় এ অনুষ্ঠানে ৪৮১ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হবে। এ আয়োজনের সহযোগিতায় রয়েছে আলোকিত ফেনী ফাউন্ডেশন। অনুষ্ঠানে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ও সরকারের সাবেক সচিব ড. কামাল উদ্দিন উদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

বরেণ্য শিক্ষাবিদ, ফেনী ইউনিভার্সিটির ট্রেজারার ও ফেনী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর তায়বুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি থাকবেন সাবেক সচিব পারভীন আক্তার, জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াই অং প্রু মারমা, ফেনী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি আয়নুল কবির শামীম, দৈনিক আমার কাগজ সম্পাদক ফজলুল হক ভূঁইয়া রানা, বিসিক শিল্প মালিক সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও জেনিথ ফার্মার কর্ণধার ড. বেলাল উদ্দিন আহমেদ, ফেনী জেলা বিএমএ সভাপতি ডা: সাহেদুল ইসলাম ভূঞা কাওসার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার, স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন, জেলা সাংস্কৃতিক কর্মকর্তা এসএমটি কামরান হাসান।

আলোকিত ফেনী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন অনুষ্ঠানে যথাসময়ে সকলকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।

বৃত্তি পরিচালনা কমিটির দপ্তর ও প্রচার সম্পাদক আরিফ আজম জানান, ২০০৯ সাল থেকে প্রতিযোগিতামূলক এ বৃত্তি পরীক্ষা জেলাব্যাপী বেশ সাড়া জাগিয়েছে। ২০২৩ সালে অনুষ্ঠিত পরীক্ষায় স্কুল পর্যায়ে ফেনী সরকারি কলেজ, ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, ফেনী শিশু নিকেতন কালেক্টরেট স্কুল, দাগনভূঞার সিলোনীয়া হাই স্কুল এবং মাদরাসা পর্যায়ে ফেনী আলিয়া কামিল মাদরাসা ও আল-জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসা কেন্দ্রে ২শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৮ হাজার শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহন করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!