দৈনিক ফেনীর সময়

আ’লীগকে ঘুরে দাঁড়াতে দেয়া হবেনা

আ’লীগকে ঘুরে দাঁড়াতে দেয়া হবেনা

নিজস্ব প্রতিনিধি :

দেশের মাটিতে আওয়ামীলীগকে ঘুরে দাঁড়াতে দেয়া হবেনা বলে হুঁশিয়ারী দিয়েছেন ফেনী জেলা জামায়াতে ইসলামীর নবনির্বাচিত আমির মুফতি আবদুল হান্নান। তিনি বলেছেন, “শহীদ সরোয়ার জাহান মাসুদদের যারা শহীদ করে দিয়েছে তারা দেশ থেকে পালিয়েছে। বদরে, ওহুদে, খন্দকে, সর্বশেষ জুলাই-আগস্ট গণবিপ্লবে ছাত্র-তরুণরা জীবন দিয়েছে। সন্তানহারা মায়ের আহাজারী, সন্তানহারা বাবার আর্তনাদ, বাবা হারা সন্তানের আহাজারী, স্বামী হারা স্ত্রীর আর্তনাদে আল্লাহ সাড়া দিয়েছে। এ কারনে শেখ হাসিনারা পালিয়েছে। তারা এদেশে ফিরে আসতে পারবেনা। সারাদেশে সবচেয়ে বেশি জুলুম-নির্যাতনের শিকার হয়েছে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা। অসংখ্য ভাই হাত, পা, চোখ হারিয়েছেন। জীবনের তরে পঙ্গু হয়েছেন। তাদের ফরিয়াদ কবুল হয়েছে। যারা জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করেছিল সময়ের ব্যবধানে তারা পৃথিবী থেকে নিষিদ্ধ হয়েছে।”

আবদুল হান্নান আরো বলেন, “আওয়ামী অপশক্তি জঙ্গি নাটক করে দেশের মানুষকে কষ্ট দিয়েছিল, যুদ্ধাপরাধের কল্পিত কাহিনী রচনা করে নেতৃবৃন্দকে শহীদ করে দিয়েছিল এখন দেশের একনাম্বার যুদ্ধাপরাধী দল আওয়ামীলীগ। নিষিদ্ধ জঙ্গী সংগঠন ছাত্রলীগ। সন্ত্রাসী কুখ্যাত দল যুবলীগ। তাদের রাজনীতি করার অধিকার নাই।”

শুক্রবার বিকালে দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের সিলোনীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কর্মী-সহযোগি সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন। ৮নং ওয়ার্ড জামায়াতের সভাপতি ফখরুল ইসলাম মামুনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিন জামায়াতের শূরা সদস্য মেজবাহ উদ্দিন সাঈদ ও জায়লস্কর ইউনিয়ন আমির সাইফুল ইসলাম। সভায় সাবেক জেলা আমীর এজিএম বদরুদ্দোজা, বর্তমান উপজেলা সহকারি সেক্রেটারী মাওলানা হাবিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

নবনির্বাচিত জেলা আমির আবদুল হান্নান আরো বলেন, “দেশের সকল দূর্যোগে মানুষের পাশে দাঁড়ায় জামায়াতে ইসলামী। জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির দ্বীন প্রতিষ্ঠার সংগ্রাম এগিয়ে নিবে। এদেশের মানুষের আশা-আকাঙ্খার প্রতীক। যেখানে মানুষ ক্ষতিগ্রস্ত সেখানে জামায়াতে ইসলামী হাজির। ফেনীর বন্যাদুর্গত মানুষকে দেখতে সর্বপ্রথম ছুটে এসেছিলেন আমিরে জামায়াত ডা: শফিকুর রহমান। তার নেতৃত্বে এমন বাংলাদেশ গড়তে চাই যেই বাংলাদেশে খুন-গুম, অপহরন, নারী নির্যাতন, ইভটিজিং, টেন্ডারবাজি, মদ-জুয়া, চাঁদাবাজী সহ কোন ধরনের বৈষম্য ও দূর্নীতি থাকবেনা। পতিত ফ্যাসিষ্টরা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল। তারা সন্তানদের পড়ালেখার টেবিল থেকে আড্ডার আসরে নিয়ে গিয়েছিল। তাদের হাতে আগ্নেয়াস্ত্র তুলে দিয়েছিল। দ্বীন প্রতিষ্ঠা করতে নীতি-নৈতিকতা সম্পন্ন মানুষ গড়ে কালেমার বিপ্লবী দাওয়াত পৌঁছে দিতে চাই।”

এর আগে সকালে তিনি নবাবপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন। ভোরবাজার ডাঃমাহবুব মিলনায়তনে ওয়ার্ড সভাপতি মাওলানা সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি রফিকুল ইসলাম মাসুদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সোনাগাজী উপজেলা আমীর মাওলানা মোহাম্মদ মোস্তফা, ইউনিয়ন আমির মাওলানা জিয়াউর রহমান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!