fenirshomoy logo black


শহর প্রতিনিধি :

আওয়ামীলীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের দাবীতে ফেনীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি ফেনী জেলা শাখা। গতকাল সোমবার বিকাল ৫টায় শহরের ফেনী পৌরসভা প্রাঙ্গণ থেকে মিছিল বের হয়ে কলেজ রোড, জেল রোড ও ট্রাংক রোড প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়। জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য জাহিদুল ইসলাম সৈকতের সভাপতিত্বে মিছিলে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সংগঠক (দক্ষিনাঞ্চল) ও নোয়াখালী অঞ্চলের প্রধান মুনতাসির মাহমুদ।

এসময় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক তুহিন আহমেদ, জাতীয় নাগরিক পার্টির জেলা সংগঠক শাহ ওয়ালী উল্লাহ মানিক, সুজা উদ্দিন সজিব,এ্যাডভোকেট মনসুর আব্দুল্লাহ,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফেনী জেলার সংগঠক আব্দুল্লাহ আল যোবায়ের, সাবেক সমন্বয়ক মুহাইমিন তাজিম,আব্দুল আজিজ ও জাতীয় নাগরিক পার্টির সংগঠক আব্দুল কাদেরসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
মুনতাসির মাহমুদ বলেন, ‘আওয়ামীলীগ আলেম-ওলামা হত্যাকারী, সেনাবাহিনী হত্যাকারী এবং ছাত্র-জনতার খুনী, গণহত্যাকারী সন্ত্রাসী সংগঠন। তাই আওয়ামীলীগকে গণভোটের মাধ্যমে নিষিদ্ধ করতে হবে এবং দল হিসাবে বিচার করতে হবে। আমরা অবশ্যই নির্বাচন চাই তবে তার আগে রাষ্ট্রের মৌলিক সংস্কার গুলো নিশ্চিত করতে হবে।’

মুনতাসির মাহমুদ বিএনপি এবং জামায়াতকে উদ্দেশ্য করে বলেন, ‘আমরা বিএনপির ডাকে এবং খালেদা জিয়ার মুক্তির জন্যও রাজপথে নেমেছিলাম। আল্লামা সাঈদীর জন্যেও নেমেছিলাম। বিএনপি-জামাত বা অন্য কেউ যাতে এখন ভারতীয় আগ্রাসনের পক্ষে কথা না বলে, ছাত্র-জনতার রক্তের সাথে বেঈমানি না করে।’
কেন্দ্রীয় সদস্য জাহিদুল ইসলাম সৈকত বলেন, ‘ফেনীর মহিপালে যারা গণহত্যা চালিয়েছে তাদের বিচার করতে হবে। বিশেষ করে নিজাম হাজারী সহ যারা মহিপালে ছাত্র হত্যায় জড়িত তাদের বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে। যতদিন আওয়ামী লীগ নিষিদ্ধ না হয় ততদিন আমরা রাজপথ থেকে সরে যাবো না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!