fenirshomoy logo black

নিজস্ব প্রতিনিধি :

ফেনীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, সহ-সমন্বয়ক ও সংগঠকদের মারধর করেছে জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক জিল্লুর রহমান। গতকাল মঙ্গলবার রাতে শহরের হাসপাতাল মোড় এলাকায় ইভটিজিং এর প্রতিবাদ করায় জিল্লুর ও তার সহযোগিদের হামলায় আহত হয়ে সাবেক সমন্বয়ক আবদুল্লাহ আল মাহফুজ, সহ-সমন্বয়ক সালমান হোসেন ও সংগঠক নাদিয়া আক্তার চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় মাহফুজ বাদি হয়ে ফেনী মডেল থানায় মামলা দিয়েছেন। গত সপ্তাহে এক সাাংবাদিককে প্রাণনাশের হুমকি দেয়ায় জিল্লুরের ফেনী কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক পদ স্থগিত করা হয়।

আবদুল্লাহ আল মাহফুজ জানান, সদর হাসপাতাল পুলিশ বক্সের সামনে একটি মেয়েকে ইভটিজিং করার সময় প্রতিবাদ করলে জিল্লুর অজ্ঞাতনামা ১০/১৫ জন সহযোগি নিয়ে হামলা চালায়। একপর্যায়ে সালমানকে এলোপাতাড়ি, কিল, ঘুষি, লাথি দিয়ে ফেলে দেয়। রড দিয়ে আঘাত করলে মাহফুজ মাটিতে পড়ে যাওয়ায় গলায়, মাথা ও কপালে রক্তাক্ত জখম হয়। হামলার সময় মোবাইল, মানিব্যাগ ও গুরুত্বপূর্ন কাগজপত্র ছিনিয়ে নেয় বলে মাহফুজ অভিযোগ করেন।

সূত্র জানায়, জুলাই বিপ্লবের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর উপর হামলার প্রতিবাদে মঙ্গলবার ফেনী শহরের ট্রাংক রোডে মশাল মিছিল করে বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনের নেতৃবৃন্দ। কর্মসূচী শেষে সাবেক সমন্বয়ক মাহফুজ, সালমান ও নাদিয়া ফেনী জেনারেল হাসপাতালে ভর্তিকৃত এক রোগীকে দেখতে যান। সেখান থেকে ফেরার পথে হাসপাতালের ভেতরেই এক নারীকে উদ্দেশ্য করে উস্কানী দেয় ছাত্রদল নেতা জিল্লুর রহমান। তাৎক্ষণিক সমন্বয়ক মাহফুজ ও সালমান অসংলগ্ন আচরণের প্রতিবাদ করলে বাকবিতন্ডার সৃষ্টি হয়। 

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টির দপ্তর সম্পাদক সালেহ উদ্দিন সিফাত বলেন, কয়েকদিন আগে হামলাকারী ছাত্রদল নেতা জিল্লুর বিরুদ্ধে চাঁদাবাজীর খবর প্রকাশের পর ওই সাংবাদিককে হত্যার হুমকি দিয়েছিল। এরপরও এই অভিযুক্ত ছাত্রদল নেতার বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেয়া হয়নি। উল্টা তার পক্ষে বিভিন্ন নেতাকে কথা বলতে দেখা গেছে। ফেনীর প্রশাসন এবং কেন্দ্রীয় ছাত্রদল এই ব্যাপারে কি পদক্ষেপ গ্রহণ করে আমরা দেখতে চাই। পুরোনো সহিংসতার সংস্কৃতি আমরা আর ফিরতে দিবো না। অবিলম্বে হামলাকারীকে আইনের আওতায় আনতে হবে।

ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ সামছুজ্জামান বলেন, এ ঘটনায় ভুক্তভোগীরা থানায় মামলা দিয়েছে।

প্রসঙ্গত: গত ২৮ এপ্রিল দৈনিক ফেনীর সময় এ ‘ফেনী কলেজ গেইটে ফুটপাতে অস্থায়ী দোকান থেকে ছাত্রদল নেতার চাঁদাবাজী’ শিরোনামে তথ্যবহুল সংবাদ প্রকাশিত হলে জিল্লু ক্ষুদ্ধ হয়ে পত্রিকার চীফ রিপোর্টার আরিফ আজমকে ফোনে হত্যার হুমকি দেয়। এ বিষয়ে আরিফ আজম ফেনী মডেল থানায় সাধারণ ডায়েরী করেছেন। পরদিন মঙ্গলবার ফেনীতে কর্মরত সাংবাদিকবৃন্দের ব্যানারে  মানববন্ধন হয়েছে। এর প্রেক্ষিতে কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক পদ স্থগিত করা হয়।

এছাড়া জিল্লুর বিরুদ্ধে শহরের এক ক্লি‌নিক মা‌লিকের নিকট ১০লাখ টাকা চাঁদা দাবী ও অপর এক যুবক থেকে দুই লাখ টাকা চাঁদা আদায়ের অ‌ভিযোগ উ‌ঠে। তার হুম‌কির মু‌খে কলেজের এক কর্মচারী প্রাণভয়ে আত্মগোপ‌নে রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!