নিজস্ব প্রতিনিধি :
ফেনী শহরের সুলতানপুর এলাকায় গরু ব্যবসায়ী শাহজালালের খুনের ঘটনার পর থেকে লাপাত্তা হয়ে যান পৌরসভার কাউন্সিলর আবুল কালাম। দীর্ঘ প্রায় ২০ মাস পালিয়ে থেকে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে গতকাল হঠাৎ আদালতে আত্মসমর্পন করেন বহিস্কৃত এ আওয়ামীলীগ নেতা।
২০২১ সালের ১৫ জুলাই রাতে কিশোরগঞ্জের গরু ব্যবসায়ী শাহজালালকে গুলি করে হত্যার পর লাশ পুকুরে ফেলে দেন কালাম। ঘটনার পরপরই তিনি গা ঢাকা দেন। তৎকালীন পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী ঘটনাস্থল পরিদর্শন করে তার বাড়ি থেকে কালামের রক্তমাখা পাঞ্জাবী উদ্ধার করে। এরপর তাকে ধরতে বিভিন্ন সময় অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী।
একাধিক সূত্র জানায়, ঘটনার পরই সীমান্ত এলাকা দিয়ে ভারতে চলে যায় কালাম। এরপর সেখান থেকে দুবাইতে অবস্থান করেন তিনি। এর মধ্যে বিভিন্নসময় দেশে ফেরার কথা শোনা যায়। গুজব রটে গ্রেফতারেরও।