শহর প্রতিনিধি :
এবি যুব পার্টি ফেনী জেলা শাখার আহ্বায়ক কমিটি ঘোষণার আয়োজন করা হয়। শনিবার শহরের ক্রাউন ওয়েষ্ট চাইনিজ রেষ্টুরেন্টে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন এবি যুব পার্টির আহ্বায়ক শাহাদাতুল্লা টুটুল। যুব পার্টি ফেনী জেলার সমন্বয়ক এসএম ইব্রাহিম সোহাগের সভাপতিত্বে ও যুবনেতা ওয়াসিউর রহমান খসরুর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন এবি যুব পার্টির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক তোফাজ্জল হোসেন রমিজ, এবি পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য প্রকৌশলী শাহ আলম, ফেনী জেলা কমিটির সিনিয়র যুগ্ম-আহবায়ক, অধ্যাপক ফজলুল হক, যুগ্ম-আহবায়ক মাষ্টার আহসান উল্যাহ।
এবি যুব পার্টির আহ্বায়ক শাহাদাতুল্লা টুটুল বলেন, বিগত আওয়ানী ফ্যাসিষ্ট সরকার ২০১৪ সালে ভোটারবিহীন নির্বাচন, ২০১৮ সালে নিশীরাতের নির্বাচন এবং ২০২৪ সালের ‘ডামি নির্বাচনের মধ্যদিয়ে একদলীয় স্বৈরাশাসকে পরিনত হয়েছিল। শুধু নির্বাচন ব্যবস্থা ধ্বংস নয় বিরোধী মত নির্মূলের লক্ষ্যে হত্যা, গুম, হামলা ও মামলার পথ বেছে নেয়। দেশের যাবতীয় সম্পদকে পৈতৃক মনে করে ক্ষমতাসীন দল বেপরোয়া লুটপাট করে দেশের বৈদেশিক রিজার্ভ শূণ্যের কোটায় নিয়ে যায়।
তিনি আরো বলেন, সরকার পতনে ২ মাস অতিবাহিত হলেও এখনো জুলাই-আগস্টের গণ হত্যার বিচার শুরু হয় নাই।
পরে এবি যুব পার্টির আহ্বায়ক শাহাদাতুল্লা টুটুল, সফিউল্লাহ পারভেজকে আহবায়ক,এস এম ইবরাহীম সোহাগকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট ফেনী জেলা এবি যুব পার্টির আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ফেনী জেলা এবি পার্টির ভারপ্রাপ্ত সদস্য সচিব আফলাতুন বাকি, সদর উপজেলা সদস্য সচিব নজরুল ইসলাম কামরুল, জেলা নেতা শাহাদাত হোসেন সাজু, মাষ্টার শাহ আলম শাহীন, নারী নেত্রী জাহানারা আক্তার মনি, ফেনী পৌর নেতা আবুল কালাম আজাদ সেলিম, যুব নেতা সফিউল্লাহ পারভেজ, নাফিজ ইমতিয়াজ সহ এবিপার্টি,ও এবি যুবপার্টির নেতারা।