নিজস্ব প্রতিনিধি :
ফেনী-১ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের নামে প্রতিষ্ঠিত ‘আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম কলেজ’ এমপিওভুক্ত হয়েছে। জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০২১ অনুযায়ী এমপিওভুক্ত হয়েছে এ প্রতিষ্ঠান। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-৩ শাখার সিনিয়র সহকারি সচিব মোহাম্মদ তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়।
২০১৭ সালের ১ জুলাই ফেনী-পরশুরাম সড়কের পাশে ২শ ৫শতক জায়গায় নিজ নামে কলেজ প্রতিষ্ঠা করেন আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। অধ্যক্ষ নুরুল আলমের নেতৃত্বে ১৬ জন শিক্ষক ও ১০ জন কর্মচারী নিয়োজিত রয়েছেন। প্রতিষ্ঠার পর থেকে কলেজটি ভালো ফল করে আসছে।