দৈনিক ফেনীর সময়

এসএসসিতে ফেনী পাইলটে এবারো ভালো ফল

এসএসসিতে ফেনী পাইলটে এবারো ভালো ফল

নিজস্ব প্রতিনিধি :

এসএসসি পরীক্ষার ফলাফলে বরাবরের মতো ভালো ফল অর্জন করেছে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়। এ বছর জেলার ঐতিহ্যবাহী এ বিদ্যাপিঠ থেকে ৩০৬ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৩০২ জন। অন্য দুইজন পরীক্ষায় অনুপস্থিত থাকায় ফলাফলে তাকে ফেল দেখানো হয়েছে। সেই হিসেবে পাসের হার ৯৯ দশমিক ৩৪শতাংশ দেখানো হলেও মূলত পরীক্ষায় অংশ নেয়া শতভাগ পাশ করেছে। উত্তীর্ণদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১শ ৯০ শিক্ষার্থী।

প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, বিজ্ঞান বিভাগ থেকে ২৬৩ জন পরীক্ষায় অংশ নিয়ে সবাই উত্তীর্ণ হয়েছে। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১শ ৮৯ জন। অপরদিকে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৪১ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এই বিভাগে উত্তীর্ণ হয়েছে ৩৯। জিপিএ-৫ পেয়েছে ১ শিক্ষার্থী।

প্রধান শিক্ষক ফেরদৌস আরা বেগম ভালো ফলাফলের ধারা অব্যাহত রাখায় শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের ধন্যবাদ জানান। তার মতে, প্রত্যাশা অনুযায়ী ভালো ফলাফল করার আসল নিয়ামক শিক্ষার্থীরা। এখানে শিক্ষকেরা যেমন পাঠদানে আন্তরিক তেমনি অভিভাবকদের ভূমিকাও রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!