দৈনিক ফেনীর সময়

ঐতিহাসিক মুজিবনগর দিবসে ফেনীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা

ঐতিহাসিক মুজিবনগর দিবসে ফেনীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা

শহর প্রতিনিধি :

ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষ্যে ফেনী শহরের কলেজ রোডের শহীদ মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ সংলগ্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে আওয়ামীলীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি পিপি হাফেজ আহম্মদ ও সিনিয়র সহ-সভাপতি মাষ্টার আলী হায়দারের নেতৃত্বে দলীয় নেতাকর্মীদের নিয়ে জেলা আওয়ামীলীগ ও সদর আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

এসময় জেলা কমিটির দপ্তর সম্পাদক এ.কে শহীদ উল্যাহ খোন্দকার, সদর উপজেলা সভাপতি করিম উল্যাহ বি.কম, সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল, পৌর সভাপতি আয়নুল কবির শামীম, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজী, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক চৌধুরী আহমেদ রিয়াদ আজিজ রাজিব, ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহাম্মদ তপু, সাধারণ সম্পাদক নুর করিম জাবেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত; ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস দেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসে অনন্য এক দিন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে এদিনে মেহেরপুরের বৈদ্যনাথতলার আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে। এই শপথ গ্রহণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ ও সরকার পরিচালনা প্রাতিষ্ঠানিক রূপ পায়। সরকারের শপথগ্রহণ আর মুক্তির সনদ স্বাধীনতার ঘোষণাপত্র পাঠের মাধ্যমে এদিন কবর রচিত হয় অখন্ড পাকিস্তানের। রচিত হয় স্বাধীন বাংলাদেশের নতুন ইতিহাস। ৯ মাস সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে বিশ্বের মানচিত্রে স্থান করে নেয় স্বাধীন ও সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!