নিজস্ব প্রতিনিধি :
পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাচ্ছেন জামায়াতে ইসলামীর ফেনী জেলা আমীর ও আল-জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসার মুফতি, ইসলামিক বক্তা মুফতি মাওলানা আবদুল হান্নান। সঙ্গে তার স্ত্রী রাশেদা আক্তার ও ছোট ছেলে মুয়াজও রয়েছেন। আজ সোমবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে মুফতি আবদুল হান্নান সৌদি আরবের উদ্দেশে রওনা করবেন। ওমরাহ শেষে ২৩ ডিসেম্বর তারা দেশে ফিরবেন।
গত ৪ নভেম্বর জামায়াতে ইসলামীর ফেনী জেলা আমীর হিসেবে শপথগ্রহণের পর সস্ত্রীক ওমরাহ হজ¦ পালনের ইচ্ছা করেছেন তিনি। এর আগে সদস্যদের (রুকন) প্রত্যক্ষ ভোটে আমীর নির্বাচিত হন তিনি।