দৈনিক ফেনীর সময়

কমিটি বাতিল করে ভবনে তালা দিয়েছে ছাত্ররা

নিজস্ব প্রতিনিধি :

ফেনী জেলা শিক্ষক সমিতির জরুরী সভা পন্ড করে বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে সাধারণ শিক্ষার্থীরা। শনিবার বিকালে সভা সমাপ্তি ঘোষণার পর শিক্ষকদের বের করে দিয়ে ভবনে তালা ঝুলিয়ে দেয়া হয়।

সভা সূত্র জানায়, দীর্ঘদিনের অচলাবস্থা কাটাতে ২০২৩ সালের ১ সেপ্টেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মেয়াদে জেলা শিক্ষক সমিতির ২১ সদস্য বিশিষ্ট এডহক কমিটি করা হয়। কমিটি নেতৃবৃন্দ তৎকালীন সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর সাথে সাক্ষাত করলে তিনি সভাপতি ফকির আহম্মদ ফয়েজ ও সাধারণ সম্পাদক মোসাদ্দেক আলী কমিটি চলমান রাখার নির্দেশনা দেন। এরপর চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ জুলাই পর্যন্ত কমিটির মেয়াদ বর্ধিত করা হয়। ওই কমিটিও কার্যক্রম করতে না পারায় ১ আগস্ট থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তৃতীয় দফায় মেয়াদ বাড়ানো হয়। বর্তমান সভাপতি ফকির আহম্মদ ফয়েজকে সভাপতি ও গোলাম কিবরিয়া আজাদ এডহক কমিটির সদস্য সচিব। গত ৩ আগস্ট শিক্ষক সমিতি নেতৃবৃন্দকে পৌরসভায় ডেকে নেন নিজাম হাজারী। সেদিন তিনি এডহক কমিটিকে কার্যক্রম শুরুর নির্দেশ দেন। এর প্রেক্ষিতে ৪ জুলাই শিক্ষক ভবনে সভা করা হয়।

সূত্র আরো জানায়, গতকাল বিকালে এডহক কমিটি জরুরী সভা আহবান করে। ফকির আহাম্মদ ফয়েজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ফকিরহাট আবু বকর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন, হরিপুর আলী আকবর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন টিপু, শাহীন একাডেমীর সিনিয়র শিক্ষক নজরুল ইসলাম, রামপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক জাফর উদ্দিন, সোনাগাজী আল হেলাল একাডেমীর সহকারি শিক্ষক সেলিম আল দীন সহ কয়েকজন শিক্ষক বক্তব্য রাখেন। একপর্যায়ে শিক্ষকদের মধ্যে হইচই শুরু করে। পূর্ব থেকে বাইরে অপেক্ষায় থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন ছাত্র সভা কক্ষে প্রবেশ করে ছাত্রদের পক্ষ থেকে নুর হোসেন নামে একজন কমিটি স্থগিত ঘোষণা করেন। একইসঙ্গে বিগত সময়ের শিক্ষকদের ন্যায্য পাওনা সহ সমিতির হিসাব বুঝিয়ে দেয়ার দাবী জানান। একইসঙ্গে আগামীতে জেলা প্রশাসনের মাধ্যমে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!