নিজস্ব প্রতিনিধি :
ফেনীর পুলিশ সুপার জাকির হাসান বলেছেন, “ফেনীতে কোন কিশোর গ্যাং থাকবে না। ইতিমধ্যে কিশোর গ্যাং দমনে আমরা কাজ শুরু করেছি, ডাটাবেস তৈরির কাজ চলছে, কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কেউ সরাসরি থানায় অভিযোগ দিতে চায় না। সরাসরি অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেওয়া আমাদের জন্য সহজতর হবে।এ বিষয়ে সবার সহযোগিতা প্রয়োজন। তাদের পক্ষে যেন কেউ তদবীর না করেন।”
তিনি আরো বলেন, “অবৈধ মাদক ব্যবসার সাথে যারা জড়িত তাদের সকলকে আইনের আওতায় আনা হবে। সরাসরি অথবা আমার হোয়াটসঅ্যাপে জানান। মাদকের স্পট সহ মাদক ব্যবসায়ীদের ব্যাপারে তথ্য দিন, তথ্য দাতার নাম গোপন থাকবে। কোন পুলিশ সদস্য যদি মাদকের সাথে সম্পৃক্ত থাকে তাহলেও ব্যবস্থা নিবো। থানায় কিশোর গ্যাং, মাদকসহ অপরাধমূলক কর্মকান্ডের ব্যাপারে অভিযোগ দিলে কোন পুলিশ সদস্য যদি ব্যবস্থা না নেয় আমাদের জানাবেন। আমরা সুন্দর ফেনী গড়তে সবার সহযোগিতা চাই।”
শনিবার শহরের পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার এসব কথা বলেন।
ফেনী জেলা কমিউনিটি পুলিশিংয়ের আহবায়ক ও ফেনী পৌরসভার সাবেক মেয়র হাজী আলাউদ্দিনের সভাপতিত্বে এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) দীন মোহাম্মনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী।
এছাড়া বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াই অং প্রæ মারমা, জিপি প্রিয়রঞ্জন দত্ত, জেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা সম্পাদক মোস্তফা হোসেন, ছনুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান করিম উল্লাহ বি.কম, ফেনী চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রির সহ-সভাপতি জাফর উদ্দিন, শহর ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী, ফেনী পৌরসভার কাউন্সিলর বাহার উদ্দিন বাহার, ফেনী জেলা পরিবহন মালিক গ্রæপের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন বুলবুল, ফেনী জেলা বেসরকারি হাসপাতাল মালিক সমিতি ও ডায়াগনস্টিক সেন্টার এন্ড ওনার্স এসোসিয়েশনের সাধারন সম্পাদক আবু জোবায়ের মুন্না।
কমিউনিটি পুলিশিংয়ে জেলায় শ্রেষ্ঠ সিপিও হিসাবে ছাগলনাইয়া থানার এসআই মোহাম্মদ মনিরুল ইসলাম এবং জেলার শ্রেষ্ঠ সিপিএম হিসাবে ছাগলনাইয়া উপজেলা কমিউনিটি পুলিশিং সদস্য সচিব বদরুদ্দোজা ভূঁইয়া তারেককে পুরস্কৃত করা হয়।