নিজস্ব প্রতিনিধি :
মাঠে সেফটি ট্যাংকের ময়লার ছড়াছড়ি। হাঁটা-চলায় পোষাক ভিজে যায়। ছুটোছুটি করলে বেহাল দশার সৃষ্টি হয়। এর ফলে সোনাগাজী উপজেলার চরমজলিশপুর ইউনিয়নের কুঠিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থী সহ শিক্ষক ও আশপাশের মানুষ ময়লার দূর্গন্ধে দূর্ভোগ পোহাচ্ছেন। এজন্য কুঠিরহাট জামে মসজিদ কমিটির উদাসীনাতাকে দায়ী করছেন স্থানীয়রা।
সরেজমিনে দেখা গেছে, মসজিদের ব্যবহৃত সেফটি ট্যাংকটি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন স্থানে স্থাপন করা হয়েছে। এটি সময়মতো পরিস্কার না করায় পানি ছুইয়ে স্কুলের মাঠ পর্যন্ত গড়ায়। বিষয়টি মসজিদ কমিটির সভাপতি খায়রুল বশর কন্টাকটর ও মসজিদ কমিটির সদস্য ডা: জসিম উদ্দিনকে অবহিত করা হলেও তারা কোন ব্যবস্থা নেয়নি। দূর্গন্ধে শিশুদের শ্রেণি কার্যক্রম বন্ধ হওয়ার উপক্রম হয়ে পড়েছে।
একাধিক শিক্ষকরা জানান, স্কুলের একাধিক শিক্ষার্থী ইতিমধ্যে অসুস্থ হয়ে পড়েছে। বিষয়টি উপজেলা পরিষদ চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন, স্থানীয় চরমজলিশপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম এ হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অবগত রয়েছেন।
প্রধান শিক্ষক আবু তৈয়ব জানান, গত কয়েকবছর এভাবে কয়েক দফায় সেফটি ট্যাংকের ময়লা স্কুলে দূর্গন্ধ ছড়ায়। এতে করে পাঠদান অসম্ভব হয়ে পড়েছে।
স্কুল পরিচালনা কমিটির সভাপতি সামছুল হক জানান, এলাকার কোমলমতি শিশুরা এখানে পড়ালেখা করে। তারা ময়লার করানে ক্লাসে যেতে দূর্ভোগের শিকার হচ্ছে, একইভাবে মসজিদের মুসল্লীরা অতিষ্ঠ হয়ে উঠেছেন।