অনলাইন ডেস্ক:
কুমিল্লায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে তিন যুবক নিহত হয়েছেন।
কুমিল্লা-বুড়িচং সড়কের জেলার আদর্শ সদর উপজেলার পালপাড়া এলাকায় সোমবার রাত ১টায় এ দুর্ঘটনা ঘটেছে। এতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতরা হলেন- শহরতলীর আড়াইওড়া এলাকার কাউসার খলিলের ছেলে মো. আহাদ, বুড়িচং উপজেলার শিকারপুর এলাকার জাকির হোসেনের ছেলে মিনহাজুল ও আদর্শ সদর উপজেলার ভূবনঘর এলাকার মনির হোসেনের ছেলে ইমন হোসেন।
মোটরসাইকেল আরোহী আহাদ ও ইমন আড়াইওড়া এলাকার একটি বিয়ে বাড়ির অনুষ্ঠান থেকে ভিডিওগ্রাফার মিনহাজুলকে বাসায় পৌঁছে দিতে যাচ্ছিল। পথিমধ্যে পালপাড়া ব্রিজ এলাকায় এসে দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লাগে।