অনলাইন ডেস্ক:
কোভিড মহামারীর মধ্যে এক মাস পর মৃত্যু ফিরল বাংলাদেশে।স্বাস্থ্য অধিদপ্তরের শনিবারের বুলেটিনে একজনের মৃত্যুর খবর দেওয়া হয়েছে।
মৃত ব্যক্তি ঢাকা বিভাগের গাজীপুর জেলার বাসিন্দা ছিলেন; তার বয়স ছিল ৪১ থেকে ৫০ বছরের মধ্যে।
দেশে এই বছরের শুরুতে সংক্রমণ ও মৃত্যু কমে আসার ধারায় গত ২০ এপ্রিল সর্বশেষ মৃত্যুর খবর এসেছিল। তারপর টানা ৩০ দিন কোনো কোভিড রোগীর মৃত্যু হয়নি।
২০২০ সালের ১৮ মার্চ দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যুর খবর আসার পর আর কখনও টানা এক মাস কোভিডে মৃত্যুহীন থাকেনি বাংলাদেশ।
প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২০২১ সালের ৫ অগাস্ট ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।