নোয়াখালী প্রতিনিধি:
মুক্তিযোদ্ধা মেলা নামে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ৮নং ওয়ার্ডে ৭১এ শহীদ মুক্তিযোদ্ধাদের কবরের পাশে অবৈধ মেলাটি গুড়িয়ে দিয়েছে প্রশাসন।
মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেজবা উল আলম ভূঁইয়া, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাদেকুর রহমান ঘটনাস্থলে গিয়ে ওই মেলাটি বন্ধ ভেঙ্গে দেন।
এরআগে সকালে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় মুক্তিযোদ্ধা মেলার নামে অবৈধ মেলাটিতে মাদক, জুয়া, নগ্ন নৃত্যসহ অসামাজিক কার্যকলাপের বিষয় তুলে ধরে বক্তব্য দেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আজিজুল হক। এসময় আইনশৃঙ্খলা কমিটির সদস্য দ্রুত এ মেলা বন্ধের সিদ্ধান্ত দেয়।
পুলিশ ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মেলা পরিচালকদের বিরুদ্ধে মেলায় মাদক ব্যবসায়, জুয়ার আসর, নগ্ন নৃত্যসহ অসামাজিক কার্যকলাপের অভিযোগ পাওয়া গেছে। যার প্রমাণও পায় উপজেলা প্রশাসন। তাই মেলাটি বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক, পুলিশ ও উপজেলা প্রশাসনের উপস্থিতিতে বন্ধ করে দেয়া হয়।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবা উল আলম ভূঁইয়া অবৈধ মেলা বন্ধের বিষয় নিশ্চিত করে বলেন, মেলা কমিটি অবৈধ ভাবে এ মেলাটি চালাচ্ছে। বীর মুক্তিযোদ্ধাদের অভিযোগের ভিত্তিতে মেলাটি বন্ধ করে দেয়া হয়।