অনলাইন ডেস্ক:
ফেনী জেলা আন্দোলনের অন্যতম নেতা, বিশিষ্ট সাংবাদিক ও রাজনীতিবীদ এবং স্বদেশ কন্ঠ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক, ফেনী উন্নয়ন ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম খলিলুর রহমান স্মৃতি কল্যাণ ট্রাস্টের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে ফেনী সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবন ডাক্তার সাজ্জাদ মিলনায়তনে ২ শতাধিক মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে ভাসানী ন্যাপের সভাপতি অ্যাডভোকেট গিয়াস উদ্দিন ভূঞার সভাপতিত্বে ও ফেনী উন্নয়ন ফোরামের প্রচার সম্পাদক শহীদুল আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন ফেনী পৌরসভা সাবেক প্যানল মেয়র ও ফেনী উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন ভূঁইয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল,সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি জাফর উল্লাহ খান, সাধারণ সম্পাদক ও মরহুমের জৈষ্ঠ্যপুত্র রেজওয়ানুর রহমান সজিব, ফেনী উন্নয়ন ফোরামের সহ-সভাপতি , যু্গ্ম সম্পাদক মাস্টার হিরা লাল চক্রবর্তী, অ্যাডভোকেট সমির কর,বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) ফেনী জেলা সাধারণ সম্পাদক মোরশেদ হোসেন,ভাসানী ন্যাপের সদস্য মিজানুর রহমান অ্যাডভোকেট ইমাম উদ্দিন ভূঁইয়া।
এছাড়া উপস্থিত ছিলেন ফেনী উন্নয়ন ফোরামের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকোট মেজবাহ উদ্দিন মোরশেদ ও মরহুমের কনিষ্ঠ পুত্র সাইফ সুলতানুর রহমানসহ ট্রাস্টের অন্যান্য নেতৃবৃন্দ।