দৈনিক ফেনীর সময়

খাজা আহম্মদের জন্মদিন আজ

খাজা আহম্মদের জন্মদিন আজ

নিজস্ব প্রতিনিধি :

আজ ২৬ মার্চ। ফেনীর রাজা খ্যাত মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক সংসদ সদস্য ও সাবেক জেলা গভর্ণর প্রয়াত আওয়ামীলীগ নেতা খাজা আহম্মদের ১০৩তম জন্মদিন। ১৯২০ সালের এদিনে তিনি ফেনী শহরের রামপুর সওদাগর বাড়ির সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহন করেন। তার পিতার নাম আসলাম মিয়া মোক্তার ও মাতার নাম আয়েশা খাতুন।

এক রাজনৈতিক সংগ্রামবহুল জীবনের অধিকারী এই নেতা সাংবাদিকতা জগতেও বিচরন করেন। দীর্ঘদিন সাপ্তাহিক সংগ্রাম পত্রিকার সম্পাদনা করেন। কিশোর বয়সেই পড়াশোনার পাঠ চুকিয়ে খাজা আহম্মদ রাজনীতিতে জড়িয়ে পড়েন। ব্রিটিশ বিরোধী আন্দোলন, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের পাশাপাশি ফেনীর উন্নয়নেও অসামান্য অবদানের জন্য তাকে আজো শ্রদ্ধাভরে স্মরণ করে সর্বস্তরের মানুষ।

উচ্চ শিক্ষিত না হয়েও তিনি ছিলেন স্বশিক্ষিত ও সুশিক্ষিত। ১৯৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মম হত্যাকান্ডের পর মানষিকভাবে ভেঙ্গে পড়ে তিনি দূরারোগ্য ব্যধিতে আক্রান্ত হন। ১৯৭৬ সালের ২৯ শে মে তিনি মৃত্যুবরণ করেন।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!