দৈনিক ফেনীর সময়

গোবিন্দপুরে বাস চাপায় মাদরাসা ছাত্রী ও অটোরিক্সা চালক নিহত

গোবিন্দপুরে বাস চাপায় মাদরাসা ছাত্রী ও অটোরিক্সা চালক নিহত

সদর প্রতিনিধি :

ফেনী-সোনাগাজী আঞ্চলিক সড়কের গোবিন্দপুর চালতাতলা এলাকায় গতকাল বুধবার সকালে নিয়ন্ত্রণ হারানো বাসের চাপায় এক সিএনজিচালিত অটোরিকশাচালক নিহত হয়েছেন। চাকা ফেটে ওই বাস নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, সকালে উম্মে হাবিবা শারমিন (১৩) ওই অটোরিকশায় চড়ে মাদরাসায় যাচ্ছিল। অটোরিকশাটি ফেনী-সোনাগাজী আঞ্চলিক সড়কের গোবিন্দপুর চালতাতলা এলাকায় পৌঁছালে সোনাগাজীর কাজিরহাট থেকে মহিপালগামী দ্রæতগামী একটি বাস ওই অটোরিকশাকে চাপা দেয়।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, গোবিন্দপুর চালতাতলা এলাকায় পৌঁছানোর পর বিকট শব্দে বাসের সামনের একটি চাকা ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে চালক ও যাত্রী গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রæত দুর্ঘটনাস্থলে পৌঁছে আহত দুজনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে ভর্তির পরই চালক নুরুজ্জমান (৪৩) মারা যান। আহত মাদরাসা ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। চট্টগ্রাম নেয়ার পথে মারা যায় তিনি।

ফেনী মডেল থানার এসআই নারায়ন চন্দ্র দাস জানান, নিহত দুইজনের লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার পর আল বরকত পরিবহনের বাস চালক পালিয়ে যায়। পুলিশ দূর্ঘটনা কবলিত দুটি গাড়ী উদ্ধার করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!