নিজস্ব প্রতিনিধি :
আগামী ৪ ডিসেম্বর চট্টগ্রামে মহাসমাবেশে ফেনী জেলা আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের ২৫ হাজার নেতাকর্মী যোগ দেবেন। বুধবার রাতে ফেনী পৌরসভার সম্মেলন কক্ষে এ সিদ্ধান্তের কথা জানান জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি। আগামী ৪ ডিসেম্বর চট্টগ্রামে মহাসমাবেশ ও ২৪ ডিসেম্বর জাতীয় কাউন্সিল উপলক্ষ্যে প্রস্তুতি সভা করে জেলা আওয়ামীলীগ। জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট হাফেজ আহম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে জেলার প্রত্যন্ত অঞ্চলে সাংগঠনিক কর্মতৎপরতা বাড়ানোর নির্দেশনা দেন নিজাম হাজারী।
দপ্তর সম্পাদক এ.কে শহীদ উল্যাহ খোন্দকারের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন মহিলা আওয়ামীলীগ সভাপতি ও সাবেক সংসদ সদস্য জাহানআরা বেগম সুরমা, সিনিয়র সহ-সভপতি মাষ্টার আলী হায়দার, সহ-সভাপতি প্রিয়রঞ্জন দত্ত, যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুল করিম, এডভোকেট নুর হোসেন, সদর উপজেলা সভাপতি করিম উল্যাহ বি.কম, সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল, পৌর সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজী, পরশুরাম উপজেলা সভাপতি কামাল উদ্দিন মজুমদার, ফুলগাজী উপজেলা সভাপতি আবদুল আলিম মজুমদার, দাগনভূঞা উপজেলা সাধারণ সম্পাদক জয়নাল আবদীন মামুন, সোনাগাজী উপজেলা সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খোকন,, ছাগলনাইয়া উপজেলা সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, জেলা যুবলীগ সভাপতি দিদারুল কবির রতন, যুব মহিলা লীগ সভাপতি মঞ্জিলা আক্তার মিমি, ছাত্রলীগ সভাপতি তোফায়েল আহাম্মদ তপু প্রমুখ।
সভায় জেলার আওতাধীন ফেনী পৌরসভা সহ সকল উপজেলা পর্যায়ের দলীয় কার্যক্রম তদারকী করতে জেলা আওয়ামীলীগের নেতাদের সমন্বয়ে টিম গঠনের সিদ্ধান্ত হয়।